| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাবিব রহমানন
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
আর তারপর সয়ে যায়,
সয়ে যায় কত শত ক্ষত
বিলীন হয়ে যায়, রাত জাগা ইচ্ছে গুলো।
মনে নেই?
সযত্নে রাখা ভাবনা গুলো
শুষে নেয়া অগণিত সুখ গুলোর কথা?
নাকি ভুলে গেছো।
জানি আজো বিভেদ ভুলনি
রয়ে গেছো স্বপ্ন পূরণের অবলম্বনে
ভয় নেই ম্লান করতে আসিনি তোমার পরিকল্পিত জীবন।
আপ্লুত হওয়ার সুযোগ নেই জানি
মায়ায় জড়াতে আসিনি
এসেছি অহামিকা ভাঙতে,
এসেছি ঘৃণার বানী হয়ে।
ইচ্ছে হয়_বড় ইচ্ছে হয়,
নির্ঘুম রাত গুলোর হিসেব দিতে
অস্তিত্তের আঘাত গুলো দেখাতে
অতঃপর ভাবি,
আজীবন শান্তির শপথের কথা
ভুলে যায় বিষাদ
ক্ষমা করি_বারবার করি।
©somewhere in net ltd.