নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

Taxi Driver (1976) “মার্টিন স্কোরসেজির পরিচালনা আর রবার্ট ডি নিরোর অসাধারণ অভিনয়!!”

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

আইএমডিবি রেটিংঃ ৮.৫/১০
জনরাঃ ক্রাইম । ড্রামা ।
কাস্টিংঃ রবার্ট ডি নিরো, জোডি ফস্টার প্রমুখ
পরিচালক : মার্টিন স্কোরসেজি

মুভিটিকে এক অর্থে সাইকোলজিক্যাল ড্রামাও বলতে পারেন। নিউইয়র্ক শহরের এক টেক্সি চালক ভাবেন এই শহরটাকে নিয়ে, কিভাবে দিন দিন নিউইয়র্ক আবর্জনায় পরিণত হচ্ছে। আশেপাশে এতো মন্দ কাজ। তার আপত্তি থাকে সমাজের সিস্টেমের উপর। সে রুখে দাঁড়ানোর চেষ্টা করে।


চলুন একটু মার্কেটিং সেন্সে ভাবি, মুভিটি কেনো দেখবেন?

➊গল্প বলার ধরন।
➋প্রিয় রবার্ট ডি নিরো সাহেবের অসামান্য অভিনয়।
➌পরিচালক হিসেবে আছেন মার্টিন স্কোরসেজি।
➍অসাধারণ সব ডায়লগ পুরো মুভি জোড়ে।

✿কাহিনী সংক্ষেপঃ

ট্রাভিস বিকল, এক এক্স-মেরিন যে কিনা তার ইন্সোমোনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং হতাশা আর একাকীত্ব দূর করার জন্য রাতে টেক্সি চালান। ট্রাভিস ক্যারেক্টারটি ডিফাইন করার ক্ষেত্রে মুভির এই লাইন গুলো আপনাকে স্পষ্ট ধারণা দেবে “Loneliness has followed me my whole life, everywhere. In bars, in cars, sidewalks, stores, everywhere. There’s no escape. I’m God’s only man”
গভীর রাতে টেক্সি চালায় বলে সে আশেপাশের মন্দ দিক গুলো খুব কাছ থেকে বুঝতে পারে। ধীরে ধীরে শহরের খারাপ মানুষ গুলোর প্রতি তার ক্ষোভ জমতে থাকে। ভাবে নিজে কিছু করার। এই নিয়ে মুভির গল্প সাজানো হয়েছে।


✦মুভিটি ১৯৭৬ সালের, সো ডি নিরো কে চিনতে অনেক কস্ট হতে পারে।
ডি নিরো কে আমার দেখা সব চেয়ে সুদর্শন,স্টাইলিশ লাগে এই মুভিতে।
আর বস্‌ মার্টিন স্কোরসেজি এর পরিচালনা নিয়ে কি বলবো , তার নামই তো এক প্রকার বিশেষণ। তার পরিচালিত ” Goodfellas” “The Departed” “Shutter Island” “The Wolf of Wall Street” মুভি গুলোর নাম তো অবশ্যই সবার শুনার কথা।
সুতরাং নির্দ্বিধায় দেখে ফেলুন মুভিটি :)


➨কিছু তথ্যঃ
✹মুভিতে ড্রাইভার এর রোল প্লে করার পূর্বপ্রস্তুতি হিসেবে ডি নিরো টানা একমাস প্রতিদিন ১২ ঘণ্টা করে ড্রাইভিং প্র্যাকটিস করতেন।
✹”টেক্সি ড্রাইভার” মুভির জন্য ডি নিরো লিডিং এক্টর হিসেবে অস্কার এবং গোল্ডেন গ্লোবে নমিনেশন পান।
✹জোডি ফস্টার সাপোরটিং এক্ট্রেস হিসেবে অস্কারে নমিনেশন পান।
✹মুভির স্ক্রিপ্ট পাঁচদিনে লেখা এবং লেখার সময় স্ক্রিপ্ট রাইটার ডেস্কের সামনে লোডেড বন্দুক রাখতেন।
✦ ডাউনলোড লিংকঃ
টরেন্টঃ http://bit.ly/1KUHvWB

ডিরেক্টঃ http://bit.ly/1Jw8mYJ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.