নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

ট্রিভিয়াঃ Jake Gyllenhaal ( Nightcrawler, Zodiac, Prisoners, Enemy )

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

◆Jake Gyllenhaal◆

কিছু অভিনেতা আছে যাদের অল্পসংখ্যক সিনেমা দেখেই খুব ভালো লেগে যায়। জ্যাক জিলেনহল তাদেরই মাঝে একজন। আমি তার অভিনীত ৪/৫টা সিনেমা দেখেই মুগ্ধ হয়েছি এবং ইতিমধ্যেই প্রিয় অভিনেতার লিস্টে জায়গা করে নিয়েছে।
এই লেখায় জ্যাক জিলেনহল সম্পর্কে কিছু তথ্য/ট্রিভিয়া দেয়ার চেষ্টা করবো।
***মিডিয়ায় তার নামের শেষের অংশ “জিলেনহল” উচ্চারণ করলেও,তার নামের প্রকৃত উচ্চারণ হল “ইয়েলিনহল”।

◆নামঃ জ্যাক জিলেনহল , বার্থ নেইমঃ জেকব ব্যাঞ্জামিন জিলেনহল।

◆উচ্চতাঃ ৬ ফুট।

◆১৯ ডিসেম্বর, ১৯৮০ সালে ক্যালোফর্নিয়ার লস এঞ্জেলসে জন্ম।

◆বাবা স্টিফেন জিলেনহল একজন পরিচালক এবং মা স্ক্রিন-রাইটার/প্রডিসার নাউমি ফোনার (২০০৯ সালে তাদের ডিভোর্স হয়ে যায়)

◆তার বড় বোন ম্যাগি জিলেনহলও অভিনেত্রী ( দ্যা ডার্ক নাইট মুভিতে “র‍্যাচেল” চরিত্রে অভিনয় করেছেন)
বড়বোন ম্যাগি জিলেনহল এঁর সাথে জ্যাক

◆জ্যাক জিলেনহলের উল্লেখযোগ্য সিনেমাঃ
Nightcrawler (2014), Zodiac (2007), Prisoners (2013), Enemy (2013), Prince of Persia (2010), Brothers (2009), Source Code (2011)

◆১১ বছর বয়সে “City Slickers (1991)” সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন।

◆মিডিয়ায় ভালো বন্ধুঃ ম্যাথিউ ম্যাকেনহে, ন্যাটালি পোর্টম্যান, জেনিফার এনিস্টোন ( “ফ্রেন্ডস” সিরিজের “রেচেল”)

◆রিলেশনশিপে অনেক এগিয়ে আছেনঃ
*২০০৪-২০০৬ প্রায় ২ বছর “কির্স্টেন ডান্সট” (স্পাইডারম্যান মুভির লিড অভিনেত্রী) এর সাথে সম্পর্কে ছিলেন।
*২০০৭-২০০৯ কো-এক্ট্রেস রিস উইদারস্পোন।
*২০১০-২০১১ সঙ্গীতশিল্পী “টেইলর সুইফট”।
*২০১৩- বর্তমানে মডেল এলিসা মিলার এর সাথে রিলেশনশিপে আছেন।

◆ আমাদের জোকার(লেইট হিথ লেজার) সাহেবের খুব কাছের বন্ধু ছিলেন। এমনকি হিথ লেজার এর মেয়ের ধর্মপিতা হয়েছেন।

◆বই পড়তে পছন্দ করেন। তার প্রিয় উপন্যাসের নামঃ “To Kill a Mockingbird

◆টবি ম্যগুয়ের অসুস্থতার কারনে তার প্লেসে Spider-Man 2 মুভিতে জ্যাক জিলেনহলের অভিনয় করার কথা ছিলো কিন্তু পরে টবি সুস্থ হওয়ার ফলে আর করা হয়নি।

◆ক্রিস্টোফার নোলান এর “ব্যাটম্যান বিগেন্স” সিনেমায় “ব্যাটম্যান” রোলের জন্য অডিশন দিয়েছিলেন এবং খুব কাছাকাছি গেলেও পরে “ক্রিস্ট্রিয়ান বেল” কে কাস্ট করা হয়।

◆Avatar (2009) মুভির লিডিং রোলের জন্য প্রোডাকশন হাউজের পছন্দ ছিলো জ্যাক কিন্তু জেমস ক্যামেরুন “স্যাম ওয়ারথিন্টন” কে কাস্ট করেন।

◆আইডল মানেনঃ Anthony Quinn, Paul Newman, Sean Penn, Bruce Springsteen and Bono (এতজন?! :( )

◆জ্যাক জিলেনহলের ফ্যানরা নিজেদের “জিলেনহলিক্স” নামে বলতে পছন্দ করেন।

◆জ্যাক জিলেনহল নিজেকে Marion Cotillard এর ফ্যান দাবী করেন। ( আমিও :p )

◆ ২০০৬ সালে “Brokeback Mountain” সিনেমার জন্য সাপোরটিং এক্টর হিসেবে একাডেমিক এ্যাওয়ার্ড/অস্কারে নমিনেশন পান।
তাছাড়া ২০১১ সালে “Love & Other Drugs” এবং ২০১৫ সালে “Nightcrawler” সিনেমার জন্য “বেস্ট পারফর্মেন্স বাই এন এক্টর ইন মোশন পিকচার” ক্যাটাগরিতে ২বার নিমিনেশন পান।

◆বিভিন্ন ক্যাটাগরিতে মোট নমিনেশন পেয়েছেন ৬০বার, জিতেছেন ৩০ বার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.