![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
আমরা সবসময় টিভি সিরিজের মূল চরিত্র অথবা নায়ক কে নিয়ে আলোচনা/সমালোচনা করে থাকি কিন্তু সিরিজ গুলোর অনেক ভিলেন/নেগেটিভ চরিত্র রয়েছে যাদের আপনি ঘৃণা করবেন ঠিকই বাট তাদের অভিনয়ের দক্ষতার মাধ্যমে আপনার প্রিয় লিস্টে ঢুকে যাবে। এমন ৪জন ভিলেন কে নিয়ে টুকটাক আলোচনা করবোঃ
জিম মরিয়ারটি (Sherlock ):
প্রথমেই আসি “শার্লক” সিরিজের ” জিম মরিয়ারটি” প্রসঙ্গে। জিম মরিয়ারটি চরিত্রে অভিনয় করেছেন এন্ড্রো স্কট। মরিয়ারটি শারলক হোমস এর প্রধান শত্রু। এক কথায় প্রকাশ করলে সাইকো। উদাসীন আচার আচরণ যার প্রধান কাজ হচ্ছে শার্লক কে নিয়ে গেইম খেলা এবং একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া। যারা সিরিজটি দেখেছেন আশা করি মরিয়ারটির এই ডায়লগ মনে থাকবে ” I will burn you,I will burn the heart out of you”।
গোস্তাভো ফ্রিং ( Breaking Bad) :
তারপর “ব্রেকিং ব্যাড” এর নেগেটিভ ক্যারেকটার গোস্তাভো ফ্রিং। আশা করি সবাই এই নামের সাথে পরিচিত আছেন। গুস্তাভো একজন ড্রাগ ডিস্টিবিউটর কিন্তু সমাজে সে একজন ফাস্ট ফুড কোম্পানি “Los Pollos” এর মালিক। তার টোটাল ব্যাপারটা হল ” রাতে খুন করি,দিনে মালা পরাই” এর মত।
টিভি সিরিজে আমার দেখা মোস্ট কুলেস্ট ভিলেন। যত বড় বিপদ আসুক অলয়েস রিলেক্স থাকতে পছন্দ করেন। গোস্তাভো ক্যারেক্টার টা ভালো লাগার মূল কারণ তার কনফিডেন্ট এটিটিউড।
স্লেড উলসন/ডেথস্ট্রক ( Arrow):
তিন নাম্বারে আছেন ডিসির ” এরো” সিরিজের ” স্লেড উলসন”। প্রথমে স্লেড কে এরো/অলিভার এর সাথে টিম আপ করতে দেখা গেলোও দ্বিতীয় সিজনে তাকে ভিলেনরুপেই দেখা যায়। এবং যারা এই সিরিজ ফলো করেন তারা জানেন যে দ্বিতীয় সিজন এক্সসাইটেড এবং সেরা হওয়ার অন্যতম কারণ স্লেড উইলসন। স্লেড উইসন এর ড্যাম কেয়ার এটিটিউড আপনাকে মুগ্ধ করবে এবং অলিভার কুঈন কে বারবার ” কিড” বলাটাও এঞ্জয় করবেন নিশ্চিত।
কার্ল এলায়েস (Person of Interest):
লাস্ট বাট নট লিস্ট, জনাথন নোলান এর ” পারসন অফ ইন্টারেস্ট” সিরিজের ” কার্ল এলায়েস”। এলায়েস কে ডিফাইন করতে হলে বলতে হবে ” ঠান্ডা মাথার খুনি”। এলায়েস মাফিয়া ডন এর সুপুত্র (!) এবং সে নিজেও ক্রাইম বস। হি ইজ অ্যা ম্যান উইথ প্ল্যান। বিশেষ করে তার মার্জিত কথা বলার ধরন এবং সিরিজের মূল ক্যারেক্টারদের সাথে কমপ্লিকেটেড সম্পর্ক তাকে পছন্দ করতে বাধ্য করবে।
কার্ল এলায়েস (Person of Interest):
লাস্ট বাট নট লিস্ট, জনাথন নোলান এর ” পারসন অফ ইন্টারেস্ট” সিরিজের ” কার্ল এলায়েস”। এলায়েস কে ডিফাইন করতে হলে বলতে হবে ” ঠান্ডা মাথার খুনি”। এলায়েস মাফিয়া ডন এর সুপুত্র (!) এবং সে নিজেও ক্রাইম বস। হি ইজ অ্যা ম্যান উইথ প্ল্যান। বিশেষ করে তার মার্জিত কথা বলার ধরন এবং সিরিজের মূল ক্যারেক্টারদের সাথে কমপ্লিকেটেড সম্পর্ক তাকে পছন্দ করতে বাধ্য করবে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
হাবিব রহমানন বলেছেন: "Person of Interest" দেখতে পারেন, ক্রাইম-ড্রামা ধরনার
তাছাড়া এই সিরিজের ক্রিয়েটর Christopher Nolan এর ভাই Jonathan Nolan, যে কিনা Christopher Nolan এর প্রায় সব মুভির স্ক্রিনপ্লের দায়িত্বে থাকে।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০
রাতুল_শাহ বলেছেন: Sherlock আর Arrow ছাড়া বাকি সিরিজগুলি অপরিচিত।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯
হাবিব রহমানন বলেছেন: "ব্রেকিং ব্যাড" টিভি সিরিজ মাস্টারপিস, এটা না দেখা এক প্রকার অন্যায় সময় করে দেখে ফেলুন।
আর "Person of Interest" দেখতে পারেন, ক্রাইম-ড্রামা ধরনার
তাছাড়া এই সিরিজের ক্রিয়েটর Christopher Nolan এর ভাই Jonathan Nolan, যে কিনা Christopher Nolan এর প্রায় সব মুভির স্ক্রিনপ্লের দায়িত্বে থাকে।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮
রক্তিম দিগন্ত বলেছেন: নোলান কইয়া তো এখন এক্কেরে ঐটা দেখাইয়াই ছাড়বেন দেখতেছি... এমনিতেই আমার প্রিয় ঐ দুই ভাই - সাথে তাদেরই বানানো এই জিনিস না দেখলে কী চলে?
অবশ্যই দেখমু। থ্যাংকু ভাই, অনেকদিন পর খোরাক পাইলাম মনে হইতেছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
হাবিব রহমানন বলেছেন: শুরু করে দিন ভাই হতাশ হবার কোন চান্স নেই, প্রতি এপিতেই থ্রিলে পরিপূর্ণ। ৪সিজন শেষ হল, সিজন ৫ আসবে আগামী বছর, অপেক্ষা করছি
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
good one!
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫০
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২
রিকি বলেছেন: তারপর “ব্রেকিং ব্যাড” এর নেগেটিভ ক্যারেকটার গোস্তাভো ফ্রিং।
আমার ফেভারেট ভিলেন----এক কথায় চরম একটা ক্যারেক্টার।
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
হাবিব রহমানন বলেছেন: গোস্তাভো ফ্রিং হচ্ছে আমার অল্টাইম ফেভারিট টিভি সিরিজ ভিলেন
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
হাবিব রহমানন বলেছেন: এই লিস্টের কেউ আছে নাকি?
"টিভি সিরিজ ভিলেন পরিচিতিঃপার্ট-2 [জফ্রি ব্যারাথিওন,টি-ব্যাগ,উইলসন ফিস্ক,আইস-ট্রাক-কিলার]
http://www.somewhereinblog.net/blog/HabibRahman/30089460
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১
রিকি বলেছেন: টি-ব্যাগ আনডাঊটেডলি (প্রিজন ব্রেক) !!!!
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
হাবিব রহমানন বলেছেন: প্রিটি
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
লিও কোড়াইয়া বলেছেন: মরিয়ার্টি বেস্ট ভিলেন। অধির আগ্রহে অপেক্ষা করছি কবে ২০১৬ সাল আসবে শার্লক এর নতুন সিজন নিয়ে, জানতে পারবো মরিয়ার্টি কীভাবে তার মৃত্যু ফেক করলো! আপনার সাথে ভাই অমার আসলেই পছন্দের অনেক মিল আছে। দুইটা সিজনের মধ্যে দুই বছর গ্যাপ অামার কাছে দর্শকদের প্রতি অন্যায় মনে হয়।
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
হাবিব রহমানন বলেছেন: অন্যায় না, বলুন দর্শকদের প্রতি অত্যাচার করা হয়
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১
লিও কোড়াইয়া বলেছেন: হা হা হা.. ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
রক্তিম দিগন্ত বলেছেন: লাস্টেরটা জানিনা, দেখিনি এটা।
তবে জিম মরিআরটি জোস ভিলেন।
এমন ভিলেন টিভি সিরিজগুলোতে কমই পেয়েছি।