![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
টিভি সিরিজের আরো ৪জন ভিলেন কে নিয়ে হাজির হলাম।
আগের লেখায় জিম মরিয়ার্টি,গোস্তাভো,স্লেড/ডেথস্ট্রোক,এলায়েস কে নিয়ে হালকা বর্ণনা দিয়েছিলাম।
আমরা সবসময় টিভি সিরিজের মূল চরিত্র অথবা নায়ক কে নিয়ে আলোচনা/সমালোচনা করে থাকি কিন্তু সিরিজ গুলোর অনেক ভিলেন/নেগেটিভ চরিত্র রয়েছে যাদের আপনি ঘৃণা করবেন ঠিকই কিন্তু তাদের অভিনয়ের দক্ষতার মাধ্যমে আপনার প্রিয় লিস্টে জায়গা করে নেবে।
➀ জফ্রি ব্যারাথিওন (Game of Thrones):
✦জফ্রি ব্যারাথিওন, দ্যা ওল্ডেস্ট সন অফ সারসেই ল্যানিস্টার এন্ড অ্যা পিউর ডেভিল।
জফ্রি চরিত্রে অভিনয় করছেন জ্যাক গ্লিসন। ক্যরেক্টার কে এমন ভাবে ফুটিয়ে তুলেছেন যে আপনি তাকে ঘৃণা করতে বাধ্য, খুন করতে ইচ্ছে হবে। একসাথে জফ্রি এর নিষ্ঠুর আচরণ আপনাকে তার প্রতি ঘৃণার সৃষ্টি করবে অন্যদিকে তার অভিনয় আপনাকে মুগ্ধ করবে। আমার দৃষ্টিকোণ থেকে “গেইম অফ থ্রোন” এর সবচেয়ে ঘৃণিত ক্যারেকটার।
➁থিওডর ব্যাগওয়েল/টি-ব্যাগ ( Prison Break):
✦”প্রিজন ব্রেক” সিরিজের মূল ভিলেন থিওডর ব্যাগওয়েল। তার বিশেষণ হল সে একাধারে র্যাপিস্ট্, খুনি। প্রিজন ব্রেকে তার পাশবিক কাজকর্ম আপনাকে পীড়া দেবে। সে অধিক চতুর এবং এক প্রকার সাইকোপ্যাথ। নিজের স্বার্থে যে কোন কিছু করতে পারে।
টি-ব্যাগ চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ন্যাপার। নিখুঁত অভিনয়। বিশেষ করে তার সেই বিখ্যাত “প্রিটি” বলার ধরন
➂ উইলসন ফিস্ক ( Marvel’s Daredevil ):
✦বছরের আলোচিত সুপারহিরো ভিত্তিক টিভি সিরিজ “ডেয়ারডেভিল” এর পাওয়ারফুল ভিলেন উইলসন ফিস্ক। এই ক্যারেক্টার সম্পর্কে বলতে হলে প্রথমেই বলতে হবে তার ভয়ানক লুক আর কলিজা ঠাণ্ডা করা এক্সপ্রেশন। আমার কাছে ব্যাক্তিগত ভাবে ভালো লেগেছে একাধারে তার শিশুসুলভ আচরণ এবং মনস্টার এটিটিউডের জন্য। ফিস্ক ক্যারেক্টারটি প্লে করছেন ভিন্সেন্ট ডিনওফ্রিয়ো। ডিনওফ্রিয়ো অসাধারণ অভিনয় করেছেন এই চরিত্রে।
➃ আইস-ট্র্যাক-কিলার ( Dexter ):
✦সর্বশেষে,সিরিয়াল কিলার ভিত্তিক টিভি সিরিজ “ডেক্সটার” এর ভিলেন ” আইস ট্র্যাক কিলার”।
সঙ্গত কারনেই কাভারে আইস ট্র্যাক কিলার এর স্পষ্ট ফটো এবং পোস্টে মূল নাম দেয়নি কারণ অনেকেই কভারের মাধ্যমে স্পয়লার পেতে পারেন। যাক মূল আলোচনায় ফিরে আসি,আইস ট্র্যাক কিলার একজন সিরিয়াল কিলার,যে কিনা ভিক্টিমদের খুন করে তাদের বডি বিভিন্ন অংশ টুকরো টুকরো করে কেটে বিভিন্ন পাবলিক প্লেসে রেখে যায়। সে হাইলী ইন্টিলিজেন্ট এন্ড ওয়ান কাইন্ড অফ সাইকো।
প্রথম সিজনের মূল আকর্ষণ ছিল আইস-ট্র্যাক-কিলার এবং সিরিজের মূল ক্যারেক্টার ডেক্সটার মরগান(সে নিজেও সিরিয়াল কিলার :p ) এর মধ্যকার প্রতিদ্বন্দ্বীতা। আইস-ট্র্যাক-কিলার চরিত্রে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান কোমারগো।
টিভি সিরিজ ভিলেন পরিচিতিঃপর্ব-১ (জিম মরিয়ারটি,গোস্তাভো ফ্রিং ,স্লেড উলসন,কার্ল এলায়েস)
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
হাবিব রহমানন বলেছেন: অবসর বলতে এখন পড়াশুনার প্রতি মনযোগ দিচ্ছে, গ্রেজুয়েশন শেষে আবার ফিরে আসবে
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
লিও কোড়াইয়া বলেছেন: সিরিজে জফ্রি ব্যারাথিওন জীবিত থাকলে মরিয়ার্টির সাথে ভালো প্রতিযোগিতা হতো বেস্ট ভিলেন নিয়ে। মরে গিয়ে বেঁচে গেছে! আমি শুনেছি জ্যাক গ্লিসন এর পর অভিসয় থেকে অবসর নিয়েছেন। পরে অব্শ্য আর খোঁজ নেইনি।