![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
জাপানের একটি সত্য ঘটনা অবলম্বনে একজন প্রফেসর এবং একটি ফেইথফুল কুকুরের বিষাদময় ভালোবাসার গল্পের নাম ” হাচি- অ্যা ডগস ট্যাল”।
◆প্রথমেই মুভিটা সম্পর্কে নিজের কিছু অনুভূতির কথা বলি। আইএমডিবি এর টপ ২৫০ লিস্টে মুভিটির নাম এবং রেটিং ৮.২ দেখে মুভিটি দেখার আগ্রহ জাগলো। ভাবলাম কুকুর আর মানুষের কোন এক বন্ধন এর গল্প হবে,কুকুর লালন-পালন করবে ,মালিক এর কথা শুনবে ইত্যাদি ইত্যাদি।
কিন্তু বাস্তবতা ভিন্ন।
মুভিটি দেখার পর থেকে মনটা কেমন যেন ভারী হয়ে ছিল। এক দু ফোটা চোখের জলও পরেছে।
✦প্লট সামারিঃ
প্রফেসর পার্কার উইলসন প্রতিদিন ট্রেনে যাতায়ত করেন। একদিন ট্রেন ষ্টেশনে হারিয়ে যাওয়া একটি কুকুর দেখতে পান। প্রফেসর কুকুরটির প্রকৃত মালিক কে খোঁজার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হোন। প্রফেসরের কুকুরটিকে পোষার ইচ্ছে থাকলেও তার স্ত্রীর দ্বিমত এর কারনে কাউকে পোষার দায়িত্ব দেয়ার চিন্তা ভাবনা করে বাট কিছুদিন পরে তার স্ত্রী বুঝতে পারেন যে তার স্বামী কুকুরটিকে খুব পছন্দ করেছেন। তারপর থেকে প্রফেসর কুকুরটিকে নিজের কাছে রেখে দেন এবং তার এক বন্ধু জাপানি প্রফেসরের মাধ্যমে নাম দেয় ” হাচি”।
বাকিটা মুভিতেই দেখে নিবেন, গ্যারান্টি দিচ্ছি অনেক অনেক ভালো লাগবে মুভিটি।
মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এর প্রশংসা না করলে এক প্রকার অন্যায় হয়ে যাবে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো পুরো মুভিতে।
✦কিছু ট্রিভিয়াঃ
▧১৯২৪ সালে জাপানের প্রফেসর Hidesaburō Ueno এর সত্য ঘটনা অবলম্বনে মুভিটি করা।
▧১৯৮৭ সালের জাপানি ফিল্ম “The Tale of Hachiko” এর অফিসিয়ালি রিমেক “Hachi: A Dog’s Tale”
▧প্রফেসর আর কুকুরের ঘটনাটি এতোই জনপ্রিয় যে অত্র ট্রেন স্টেশন এর সামনে “হাচি” কুকুরটির ব্রোঞ্জের মূর্তি রয়েছে এবং প্রতি বছর অনেক দর্শনার্থী সেটা দেখতে যান।
▧জাপানে হাচি “faithful dog” হিসেবে পরিচিত।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২
হাবিব রহমানন বলেছেন: মুভির টরেন্ট ডাউনলোড লিংক দেয়াও নিষেধ?
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
মাঘের নীল আকাশ বলেছেন: ছবিটি আমি দেখেছি! আসলেই অসাধারণ নির্মাণশেলী...!!
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
লিও কোড়াইয়া বলেছেন: কিছুদিন আগে আমি কুকুর নিয়ে একটা লেখায় এই মুভিটির রেফারেন্স দিয়েছিলাম। মুভিটা দেখলে আসলেই চোখে জল চলে আসে। ছবিটি নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
হাবিব রহমানন বলেছেন: নিঃসন্দেহে একটি অসাধারন সিনেমা আপনাকেও ধন্যবাদ
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
ইমতি২৪ বলেছেন: Click This Link সাব টাইটেল কি ইংলিশ???
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
অগ্নি সারথি বলেছেন: দেখেছি এবং বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম শেষের দিকে। চোখে পানিও চলে এসেছিল।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
হাবিব রহমানন বলেছেন: চোখে পানি আসাও স্বাভাবিক
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
সাাজ্জাাদ বলেছেন: it was excellent. ছবিটি নিয়ে লেখার জন্য ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
হাবিব রহমানন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১১
কথাকথিকেথিকথন বলেছেন: মুভিটা দেখেছি । ভাল লেগেছে । মন ছোঁয়ে যায় হাছি এবং প্রফেসরের সম্পর্ক এবং হাছির অপেক্ষা করার মুহূর্তগুলো ।
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে ডাউনলোড লিংক সরিয়ে নিন। ব্লগে পাইরেটেড ডাউনলোড লিংক দেয়া নীতিমালা বিরুদ্ধ।
উনি ঠিক বলেছেন । ডাউনলোড লিংক না দেয়াই ভাল । যার দেখার ইচ্ছে হবে সে নিজ দায়িত্বে সংগ্রহ করে দেখে নিবে । আর যদি ডাউনলোড লিংক দিতেই হয় তবে পেইড লিংক দিন ।
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
হাবিব রহমানন বলেছেন: এডিট করে নিলাম, ধন্যবাদ
৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, এই ব্যাপারে নোটিস বোর্ড থেকে একটা পোস্ট দেয়া হয়েছিল। অনুগ্রহ করে পড়ে দেখার অনুরোধ রইল।
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
হাবিব রহমানন বলেছেন: এডিট করে নিলাম, ধন্যবাদ
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০
তাছনীম বিন আহসান বলেছেন: দেখবো
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
হাবিব রহমানন বলেছেন: অবশ্যই দেখে ফেলুন
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে ডাউনলোড লিংক সরিয়ে নিন। ব্লগে পাইরেটেড ডাউনলোড লিংক দেয়া নীতিমালা বিরুদ্ধ।