![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
একটা দীর্ঘ ঝড়ের পর ফিরে এলে কেমন হয়?
না ভুল_ঝড়টাকে ইরেজার দিয়ে মুছে ফেললে কেমন হয়?
ভুলে যাওয়া যাবে অবহেলার ছাপ
সময় গুনা যাবে একসাথে।
মুছে ফেলে ফিরে আসবো প্রথমা বৃত্তে
নির্বোধের মত স্বপ্ন সাজাবো
অকারণে পাড়ি দেবো একশো একটা রাত
অনুভবে ছুয়ে দেবো তোমার কণ্ঠ স্বর।
নতুন দিনে থাকবেনা কোনো তৃতীয়া হায়না
থাকবেনা হঠাৎ করে হারিয়ে যাওয়া_হারালে একসাথে
লুকোচুরি নয়_ বলবো ভালবাসি আমরণ।
ধুলো জমা অনুভূতিতে রঙ মাখালে কেমন হত?
বেঁচে থাকার মূল্য বুঝা যেতো।
পুরনো গান গুলো নতুন করে সাড়া জাগাবে
ভালবাসা খুজে নেবে প্রিয় লাইনে
বারবার প্রিয়তে
গানগুলো উৎসর্গ হবে নিজের মত করে।
হঠাৎ থেমে যায়_ফিরে আসি সজ্ঞানে
স্পর্শ করি অপরিণত ভাবনা
কিসের কি প্রণয়_ বাঁচবো নিজের প্রয়োজনে।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
হাবিব রহমানন বলেছেন: শুরু তো ভাল লাগবেই , শুরুটা তো ফ্যান্টাসি ছিল আর শেষটা বাস্তবতা
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭
রক্তিম দিগন্ত বলেছেন: ২য় প্লাস কবিতায়!
আপনার লেখার হাত বেশ ভাল।
কয়েকটি লেখা পড়লাম - সবগুলোই ভাল লাগলো সুন্দর লেখার কারণে।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২
হাবিব রহমানন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ভালবাসা নিবেন
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতার শুরুটা খুব ভালো লাগছে ।

অনেক ভালো হইছে শুরু