![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
আমার দৃষ্টিতে টম হার্ডির সেরা পারফমেন্স ছিল “Warrior” সিনেমাতে। এই সিনেমায় তার রাফ এন্ড টাফ লুক ও অভিনয় আমাকে মুগ্ধ করেছে। আর হার্ডিকে ভালো লাগার কারন তার ব্যাডএসস লুক, এক্টিং এবং ইউনিক কন্ঠস্বর।
টম হার্ডি সম্পর্কে কিছু তথ্য দিলামঃ
◆নামঃ টম হার্ডি (বার্থনেইমঃ এডওয়ার্ড থমাস হার্ডি)
◆বয়স ৩৮ বছর,১৫ সেপ্টম্বর ১৯৭৭ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
◆উচ্চতাঃ ৫.৯”
◆বাবা এডওয়ার্ড হার্ডি একজন লেখক এবং মা এলিজাবেথ এ্যানে আর্টিস্ট ও পেইন্টার।
◆১৯৯৮ সালে “The Big Breakfast” নামে একটি সুপার-মডেল কম্পিটিশনে জয়ী হন এবং একই সালে “লন্ডন ড্রামা সেন্টার” এ অভিনয়ের প্রশিক্ষণ শুরু করেন।
◆টম হার্ডির অভিনয় জীবন শুরু লন্ডন ড্রামা সেন্টারেই আর এই প্রতিষ্ঠানে সে প্রশিক্ষণ নেয় লেজেন্ডারি অভিনেতা “এন্থনি হপকিন্স” এর আন্ডারে।
◆লন্ডন ড্রামা সেন্টারে প্রশিক্ষনের সময় তার ব্যাচম্যাট ছিলো “X-Men: First Class” ও “X-Men: Days of Future Past” সিনেমাতে ম্যাগনেটো চরিত্রে অভিনয় করা “মাইকেল ফাসবেন্ডার”
◆ডেবিউ সিনেমাঃ Black Hawk Down(2001)
◆টম হার্ডির উল্লেখযোগ্য সিনেমাগুলোঃ
Inception (2010), Warrior (2011), The Dark Knight Rises (2012), Mad Max: Fury Road (2015)
◆অভিনয়ে আইডল মানেন “গ্যারি ওল্ডম্যান” কে এবং সহশিল্পী হিসেবে হার্ডি তার সাথে চারটি সিনেমায় অভিনয় করেছেন।
◆মিডিয়ায় ভালো বন্ধু লিওনার্দো ডিক্যাপ্রিও ও “শার্লক” টিভি সিরিজ খ্যাঁত বেনেডিক্ট কাম্বারব্যাচ।
◆টম হার্ডি তার টিনেইজ বয়সে ড্রাগ,কোকেইন, এলকোহলে এডিক্টেড ছিলো। পরবর্তিতে রিহাবে ভর্তি হয় এবং ২০০৩ সাল সম্পূর্ণ ক্লিন(সুস্থ) হয়ে ফিরে আসে।
◆ব্যাক্তিগত জীবনঃ
হার্ডি ১৯৯৯ সালে “সারাহ ওয়ার্ড” কে বিয়ে করেন এবং ২০০৪ সালেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত র্যাচেল স্প্রীডের সাথে রিলেশনশীপে ছিলেন এবং তাদের একটি সন্তানও রয়েছে, নাম লুইস থমাস। পরবর্তীতে অভিনেত্রী চার্লট রাইলির সাথে সম্পর্কে জড়ান এবং ২০১৪ সালে তারা বিয়ে করেন।
◆◆টম হার্ডি অনুমান করেছিল পরিচালক ক্রিস্টোফার নোলান “ডার্ক নাইট রাইজেস” সিনেমাতে ‘বেন” চরিত্রে কাস্ট করে তার Bronson (2008) সিনেমার পার্ফরমেন্স এর কারনে কিন্তু পরে জানতে পারে নোলান এই সিনেমাটিই দেখে নি বরং হার্ডির RocknRolla (2008) সিনেমার পার্ফরমেন্স এর কারনে তাকে এই রোলে কাস্ট করেছে।
◆আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে ““The Revenant”। সহশিল্পী হিসেবে আছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। মূলত ডিক্যাপ্রিও তাকে এই সিনেমা করার জন্য কনভিন্স করেন। আর এই সিনেমার পরিচালক Alejandro G. Iñárritu (Birdman” মুভির জন্য অস্কারে সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন)
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
হাবিব রহমানন বলেছেন: নিঃসন্দেহে
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২
সুমন কর বলেছেন: Warrior দেখেই তার ভক্ত হয়েছিলাম। নতুন মুভিটির দেখার অপেক্ষায়......
তথ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
হাবিব রহমানন বলেছেন: আমিও ওয়ারিয়র দেখেই তার ফ্যান হয়েছিলাম, এমন রাফ এন্ড টাফ লুকে জাস্ট অসাম ছিল
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
মাকড়সাঁ বলেছেন: অসাধারণ
তথ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
হাবিব রহমানন বলেছেন: স্বাগতম
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
রাতুল_শাহ বলেছেন: অনেক কিছু জানলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
হাবিব রহমানন বলেছেন:
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
লিও কোড়াইয়া বলেছেন: Warrior অসাধারণ একটি সিনেমা। হিন্দি রিমেক টা ভালো লেগেছে, কিন্তু Warrior এর ধারে কাছেও নেই, অন্যতম একটি কারণ টম হার্ডি। আমি শুনেছি টম হার্ডিকে নতুন জেমস বন্ড হিসেবে দেখা যেতে পারে। সেটা হলে খুবই খুশি হব।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
হাবিব রহমানন বলেছেন: নো ওয়ান কেন রিপ্লেস টম হার্ডি আর জেমস বন্ড এর ব্যাপারে কোন কনফার্ম নিউজ পাইনি
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
ইমরাজ কবির মুন বলেছেন:
হার্ডি মিনস পিওর অসামনেস!