![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
আত্মহত্যা করেছে মুঠোফোন
কথা বিনিময়ের আবেদন হারিয়ে গেছে
সময় কিনে নিয়েছে বয়স্ক ভাবনারা
আর_শুন্য হৃদপিণ্ডে বাঁচা নয়।
দুঃখটা বেঁচে নেই_ মরে গেছে
পচে গেছে সেই কবে
শুকিয়ে গেছে অশ্রুজল
শুধু ক্ষত লেগে আছে দৃষ্টির আড়ালে।
নিষ্প্রয়োজন অন্তরজগৎ
এক নিঃশ্বাসে পাড়ি দেয়_ক্লান্ত হয়
পরোয়া করেনা অহেতুক বিভ্রম
তাইতো প্রতারনা নয়_বিবাদ মিটে গেছে।
লাল রঙের স্বপ্নরা গাঢ় সবুজে রূপান্তরিত আজ,
স্রোতের আঘাতে বিষাদের প্রলেপ মিলিয়ে যাচ্ছে
বিষণ্ণতা ভুলে যায় আসন্ন দিনের টানে।
অস্পষ্ট যন্ত্রণায় কাতর আর বিলীন হয়েছি বারংবার
আহা_ এতো স্মৃতি মাত্র
সময় এসেছে রূপান্তরের
অতীত আজ বিষাদ নয়_আগামীর উদ্দীপনা
রূপান্তরের এ লগণে কত কি মাধুর্য
পিছে ছিলো কুৎসিত প্রবঞ্চনা আর অসংকীর্ণ কাঁটাবন।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
হাসান মাহবুব বলেছেন: ++