![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
3 Idiots মুভিটি নিঃসন্দেহে আমাদের অনেক ভাবেই ইন্সপায়ার করেছে। অভিভাবকদের চাপ ও পড়াশুনার চাপে নিজের স্বপ্ন গুলো কে ভুলতে থাকা স্টুডেন্টরা যেন নতুন করে এক উদ্দীপনায় জেগে উঠলো। পরিচালক রাজকুমার হিরানী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ছাত্র সমাজের ও শিক্ষা পদ্ধতির বিভিন্ন অসঙ্গতি গুলো। অভিভাবকরাও বুঝতে শিখলো কিভাবে নিজের সন্তানদের ইচ্ছের,স্বপ্নের মূল্যায়ন করতে হয়। এই সিনেমাটির পর ভারতে একটি নতুন ক্রেজ তৈরি হয়। শুধু ভারতে বললে ভুল হবে ,স্টুডেন্টদের মধ্যে যারা এই সিনেমা দেখেছে তারা তাদের ড্রিম,ক্যারিয়ার,মিশন,ভিশন নিয়ে নতুন করে ভাবতে লাগলো।
আমি আলোচনা করবো “থ্রি ইডিয়টস” মুভির একটি স্প্যাশাল গান নিয়ে। গানের টাইটেল Give me some sunshine…। মুভিতে “জয়” চরিত্রে লম্বা চুলের ছেলেটির একুস্টিক গীটার বাজিয়ে গাওয়া এই গানটা যেন সমগ্র ছাত্রদের কস্ট,ইচ্ছে,আকাঙ্ক্ষা এবং আকুতি কে রিপ্রেজেন্ট করছে।
ব্যাক্তিগত ভাবে আমি যখন পড়াশুনা অথবা ক্যারিয়ার সংক্রান্ত ডিপ্রেশনে থাকি তখন এই গানটি শুনি। ডিপ্রেশন কমে কি বাড়ে তা নিশ্চিত বলতে পারছিনা কিন্তু নতুন করে জেগে উঠার শক্তি জাগে। নতুন করে সাহস জাগানোর ক্ষেত্রে হয়তো নিচের লাইন গুলোয় সাহায্য করে,
“আমাকে কিছু রোদ দাও, বৃষ্টি দাও,আমাকে আরেকটি বার সুযোগ দাও, আমি আবার জেগে উঠতে চাই……
◆ইউটিউবে দেখতে চাইলেঃ
◆ফুল লিরিক্সঃ
Saari umar hum,Mar mar ke jee liye
Ek pal to ab humein jeene do Jeene do.
সারা জীবন আমরা মরে মরেই বেঁচে ছিলাম
এখন অন্তত একটি মুহুর্ত আমাদের বাচতে দাও
Give me some sunshine
Give me some rain
Give me another chance
I wanna grow up once again
আমাকে কিছু রোদ দাও
আমাকে কিছু বৃষ্টি দাও
আমাকে আরেকটি বার সুযোগ দাও
আমি আবার বেড়ে(জেগে) উঠতে চাই।
Kandhon ko kitabon,Ke bojh ne jhukaya
Rishvat dena to khud Papa ne sikhaya
99% marks laaoge to ghadi, varna chhadi
কাধগুলোকে বইয়ের বোঝাই নিচে নামিয়েছে
ঘুষ দেয়া তো বাবা নিজেই শিখিয়েছে
৯৯% মার্ক্স পেলে ঘড়ি, নাইলে বেতের বারি।
Likh likh kar pada hatheli par,Alpha, beta, gamma ka chaala
Concentrated H2SO4 ne poora Poora bachpan jalaa daala
হাতের মধ্যে লিখে লিখে পড়েছি আলফা বিটা গামা
কনসন্ট্রেটেড H2SO4 (গাড় সালফিউরিক এসিড) পুরো শৈশব জ্বালিয়ে দিয়েছে।
Bachpan to gaya,Jawani bhi gayi
Ek pal to ab humein Jeene do jeene do......
শৈশব তো গেলো, যৌবন ও গেল
এখন অন্তত একটি মুহুর্ত আমাদের বাচতে দাও
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬
হাবিব রহমানন বলেছেন: পোস্টের এই লাইন দ্রষ্টব্য "ডিপ্রেশন কমে কি বাড়ে তা নিশ্চিত বলতে পারছিনা কিন্তু নতুন করে জেগে উঠার শক্তি জাগে"
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৪
বর্নিল বলেছেন: খুব পছন্দের একটি গান।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
তাওহিদ হিমু বলেছেন: 3idiots আমার সবচেয়ে প্রিয় মুভি। আমার স্মার্ট ফোনে এই মুভি সবসময় থাকে। হতাশা বোধ করলে আমি এটা দেখে অনুপ্রাণিত হই। এই মুভির থিওরি গুলো মুভিটি বের হবার আগ থেকেই আমি মেনে চলি। অসাধারণ।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
হাবিব রহমানন বলেছেন: অনুপ্রেরণা দেয়ার মতই একটি সিনেমা
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
আরণ্যক রাখাল বলেছেন: আল ইজ ওয়েল বলুন যখন ডিপ্রেশনে পড়বেন| এগান শুনলে হতাশা আরও বাড়বে, কমবে না একটুও