নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

খেয়ালি তুমি

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

তুমি মধ্য রাতে শাপলা ফুল চেয়েছিলে,
আমি করুণার সুরে বলেছি_এতো শুধু ইচ্ছের অপচয়।
তুমি ভালবাস বলে প্রিয় গানের পঞ্চম লাইন শুনাতে চেয়েছো
আমি উপহাস করেছি_বলেছি গানের কথা আমায় স্পর্শ করে না।

গোধুলীতে হাত ছোঁয়ার অজুহাতে আসন্ন দিন দেখতে চেয়েছিলে
বলেছি কি সব পাগলামী_যত সব খেয়ালি ভাবনা।
আগামীর পথযাত্রী হওয়ার কথা বলেছ,
আমি বেদনা লাঘবের অভিপ্রায়ে আঘাত করেছি বারংবার।

তুমি কোন এক শান্ত দীঘির পাড়ে দুঃখ ভাগাভাগির মুহূর্ত চেয়েছিলে,
বলেছি_কি সব সেকেলে চাওয়া-পাওয়া তোমার।
কাঁচা ঘাসের প্রান স্পর্শ করার কথা বলেছিলে,
হেসেছিলাম অপরিণত প্রলাপ দেখে।

প্রিয় উপন্যাসের প্রধান চরিত্রে কল্পনা করেছিলে,
সাহিত্য? সময় অপচয়।

আজ অনেকটা পথ পাড়ি দিয়ে পিছু ফিরে দেখি
আহা! ব্যার্থতার প্রাসাদে বসবাস।
সময়ের সংজ্ঞা খুজতে গিয়ে হতবাক হয়ে থাকি,
আজ খেয়ালি ভাবনা আর পাগলামো ভালবাসার সাথে বন্ধুত্ব করেছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

মাহবুবুল আজাদ বলেছেন: সময়ের সংজ্ঞা খুজতে গিয়ে হতবাক হয়ে থাকি,
আজ খেয়ালি ভাবনা আর পাগলামো ভালবাসার সাথে বন্ধুত্ব করেছে।


যদিও কষ্টের হাহাকার, তবুও অনেক সুন্দর লিখেছেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য :) শুভেচ্ছা নিবেন

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

হাবিব রহমানন বলেছেন: শুভেচ্ছা নিবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.