![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
তাহারা অগান্তুকের কথা শুনে হিয়ার কথা নয়,
বঙ্কিমচন্দ্রের রচনা বোঝে উৎসর্গে লেখা চিঠি নয়।
তাহারা মুঠোফোনের অবাধ বার্তা বোঝে,
বোঝে দূরদর্শনের উপস্থাপিকার কর্কশ কথোপকথন
বোঝেনা অথবা শুনে না মুঠোফোনের ওপাশের অসহায়ত্বের ধ্বনি।
তাহারা নিকোটিনের সাথে বিরোধিতার মানে বোঝেনা
বোঝেনা একাকীত্বের প্রতিফলন অথবা নীরবতার গ্লানি।
কতনা বেদনা_কতনা সংকীর্ণতা সয়ে যায়
কতনা ভয়াল নিশির হাতছানি উপেক্ষিত হয়
আর তাহারা আলেয়ার তরে ভাসিয়ে দেয় চলিত সুখ।
তাহাদের অভিধানে মুছে গেছে অতীত আর অনুভূতি
অথবা তাহারা জানে না অপরাগতা অথবা জীবিকার ধাঁধার মানে,
তায়তো বাস্তবতার অভিলাষে তিনশো দুই ধারায় মৃত্যু হয়েছে আবেগের।
অনুভূতি আর কল্পনার রক্তক্ষরণ হয়েছে এবেলায়
অথচ অনুভূতির রক্তের দলের সাথে তাহাদের অনুভূতির দলের মিল নেই,
তাই এবেলায় নিরাময় হলনা_অনুভূতি তুমি ভাল থেকো।
ছবিঃ ইন্টার্নেট থেকে সংগ্রহীত
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫
কাজী মেহেদী হাসান। বলেছেন: বাস্তবতার অভিলাষে তিনশো দুই ধারায় মৃত্যু হয়েছে আবেগের।
সুন্দর লাইন
পুনশ্চঃ বেশকিছু বানান ভুল দৃষ্টিকটু দেখাচ্ছে, খেয়াল রাখা উচিত
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য , আর আমার এই বানান এর সমস্যাটা দূর করার চেষ্টা করছি। (কোন বানান গুলো একটু বলে দিলে অনেক কৃতজ্ঞ থাকতাম )
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার কাছে 'তাহারা' কেমন যেন বাহুল্য মনে হচ্ছে। 'তারা' ভালো লাগছে আমার কাছে।
কতনা বেদনা_কতনা সংকীর্ণ সয়ে যায়
সংকীর্ণতা হবে বোধ করি।
অতঃপর ভালো লাগা। মেহেদী হাসানের কোট করা লাইন দুটো চমৎকার।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
হাবিব রহমানন বলেছেন: আসলে ইচ্ছে করেই "তারা" ব্যাবহার না করে "তাহারা" লিখেছি, এমন মন্তব্য আসবে আমি নিজেও জানতাম, এমন কবিতায় সাধু ভাষার ব্যাবহার উচিত হয়নি কিন্তু একটু ব্যাক্তিগত কারন থাকায় এটার ব্যাবহার, কবিতার টাইটেল টা আরেকবার দেখলেই বুঝার কথা ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য। শুভেচ্ছা নিবেন
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: তাহারা নিকোটিনের সাথে বিরোধিতার মানে বুঝেনা
বুঝেনা একাকীত্বের প্রতিফলন অথবা নীরবতার গ্লানি।
কেউ কিচ্ছু বোঝেনা। যার যেটা দরকার সে সেই পর্যন্ত সব বোঝে, এরপর চোখ বন্ধ, আর খোলার দরকার বেই।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
হাবিব রহমানন বলেছেন: যাক, তাহারা না বুঝলেও আপনি ঠিকই কবিতার মানে বুঝে গেছেন
ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।+++
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। 'বুঝেনা' এর বদলে বোঝেনা লিখলে ভালো দেখাতো।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭
হাবিব রহমানন বলেছেন: ঠিক করে নিয়েছি, ধন্যবাদ
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
আরণ্যক রাখাল বলেছেন: তাহাদের বোঝাইতে হইবে কেন? যাহারা বোঝে তাহাদের নিকট যান| যাহারা বোঝে না তাহারা ফেল করুক
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
হাবিব রহমানন বলেছেন:
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
তাহসান আহমেদ বলেছেন: আমি তুমিতে সীমাবদ্ধ। তাহারা গোল্লায় যাক ভাইয়্যূ।
কবিতা অসাম হইছে।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০২
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: ...অনুভূতি তুমি ভাল থেকো।
সুন্দর হয়েছে।