নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

চারটি টিনএইজ রোমান্টিক-কমেডি মুভির রিভিউ! (পর্ব-২)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

টিনএইজ-কমেডি/টিনএইজ-রোমান্স জনরার মুভি যারা পছন্দ করেন আশা করি এই চারটি মুভি তাদের ভাল লাগবে। রোমান্স জনরার প্রতি অনেকের অনীহা থাকলেও টিনএইজ-রোমান্টিক মুভি গুলো বেশ পছন্দ করে থাকেন। এমন আরো চারটি মুভি নিয়ে সংক্ষেপে লেখলামঃ
[প্রথম পর্বঃ চারটি টিনএইজ রোমান্টিক-কমেডি মুভির রিভিউ! (পর্ব-১)

◆◆Me and Earl and the Dying Girl (2015)
গ্রেগ, হাইস্কুলে পড়াশুনা করে। সে আনাড়ি জীবন যাপন করে, যে কিনা সবসময় নিজেকে অদক্ষ,অসুন্দর এবং অকর্মা মনে করে, এক কথায় যাকে বলে “স্ব ঘৃণাকারী”। হাইস্কুলে পড়াশুনার পাশাপাশি গ্রেগ তার ফ্রেন্ড ও কো-ওয়ার্কার “আর্ল্‌” কে নিয়ে বিভিন্ন ক্লাসিক মুভি তৈরি করেন।
একদিন গ্রেগের মা তাকে জানায় তার বাল্যকালের বান্ধবী “র‍্যাচেল” মরনব্যাধি লুকেমিয়া (রক্তশূন্যতায় ভুগতে থাকা এক প্রকার ক্যান্সার) আক্রান্ত এবং তার মা তাকে “র‍্যাচেল” এর সাথে সময় কাটাতে বলে। তারপর সে “আর্ল” কে নিয়ে র‍্যাচেল এর সাথে সময় কাটাতে শুরু করে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়, র‍্যাচেল কে ভাল রাখার চেষ্টা করে। গল্প এগিয়ে যায়…
এই মুভি ভাল লাগার অন্যতম কারন লুকেমিয়া নিয়ে নির্মিত অন্যান্য মুভি গুলোর চেয়ে অনেক রিয়েলিস্টিক ও মুভির মেকিং-গল্পের সিমপ্লেসিটি। অনেকেই হয়তো এই সিনেমার সাথে “The Fault in Our Stars” সিনেমার তুলনা দিতে যাবেন কিন্তু আমার দৃষ্টিতে মুল কন্সেপ্ট একই হলেও গল্প ও গল্প বলার ধরন সম্পূর্ণ ভিন্ন। ইমোশনাল ঘটনার পাশাপাশি আছে অনেক হিলিরিয়াস ঘটনা। মুভিতে আহামরি কোন ইন্সিডেন্স, রোমান্স-রিলেশনশীপ নেই তবে নিশ্চিত বলতে পারি সিনেমাটি আপনাদের অনেক ভাল লাগবে।

IMDb Ratting: 7.9/10
My rating: 7/10

◆◆If I Stay (2014)
১৭ বছরের বালিকা “মিয়া হল” ভাই ,মা ও বাবা কে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন।
একদিন পরিবারের সবাই মিলে বেড়াতে যাওয়ার সময় “কার” এক্সিডেন্ট এর সম্মুখীন হয়, মিয়া সহ সবার অবস্তা খুবই আশঙ্কা জনক থাকে। হসপিটালে নেয়ার সময় মিয়ার মাইন্ড ফ্ল্যাশব্যাকে তার জীবনের রোমাঞ্চর ঘটনা গুলো বর্ননা করতে থাকে। এভাবেই সিনেমার শুরু।

ইটস অ্যা স্টোরি এবাউট ফ্যামিলি,লাভ এন্ড সেক্রিফাইস। সিনেমায় খুব সহজ ভাবে জীবনের কিছু ফিলসফি ঢুকানো হয়েছে। খুবই টাচি একটা স্টোরি। সিনেমার গল্প একই নামে একটি উপন্যাস হতে এডপ্ট করা হয়েছে। সিনেমার প্রটাগনিস্ট “ক্লোয়ি গ্রেস মরেটস” কে প্রথম এমন সিম্পল ও মিষ্টি একটি ক্যারেক্টারে দেখলাম, তার পূর্বে অভিনীত (500) Days of Summer,Kick-Ass,Dark Shadows সিনেমা গুলোতে তাকে চঞ্চল চরিত্রে দেখা গেছে। এই সিনেমায় তাকে বেশ গ্ল্যামারস লেগেছে।
তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারন ছিল আর সিনেমার গল্পেও মিউজিকের ছোঁয়া রয়েছে।
সুতরাং সিনেমাটি ভাল না লাগার কোন কারন খুজে পায়নি, নিশ্চিন্তে সিনেমাটি দেখতে পারেন।

IMDb Ratting: 6.8/10
My rating: 7/10

◆◆Scott Pilgrim vs. the World (2010)
ক্যানাডিয়ান ২২ বছর বয়সী তরুণ “স্কট পিলগ্রাম” নিউইয়ার্ক থেকে আগত “রোমানা ফ্লাওয়ার” এর প্রেমে পরে কিন্তু সমস্যা হচ্ছে রোমানা ফ্লাওয়ার কে পেতে হলে তার(রোমানার) সাতজন প্রাক্তন ভয়ানক প্রেমিক (সেভেন ইভিল এক্সেস) কে বিভিন্ন রকমের ব্যাটলে হারাতে হবে।

এমন মজাদার ঘটনা নিয়েই সিনেমার গল্প। সিনেমার গল্প একই নামের জনপ্রিয় কমিক থেকে এডপ্ট করা। এমন ইউনিক ধরনার টিনেইজ-কমেডি মুভি খুব কমই দেখতে পাওয়া যায়। টিনএইজ কমেডি যাদের পছন্দ তাদের নিশ্চিত এই সিনেমাটি অনেক অনেক ভাল লাগবে। আমি ব্যাক্তিগত ভাবে এই সিনেমাটি অনেকবার দেখেছি, তাছাড়া নাম ভূমিকায় অভিনয় করা “মাইকেল ছেরা” ইয়াং এক্টরদের মধ্যে আমার খুব প্রিয়।

IMDb Ratting: 7.5/10
My rating: 8.5/10

◆◆ Now Is Good (2012)
Our life is a series of moments…Live every moment!!
“টিসা” নামক একটি মেয়ে মরনব্যাধি লুকেমিয়ায় আক্রান্ত হয়ে জীবনের শেষ মুহূর্তে অবস্থান করছে। অতঃপর সে জীবনে কি কি করেনি তার একটি লিস্ট তৈরি করে এবং সিদ্ধান্ত নেয় মৃত্যুর পূর্বে সে এই লিস্টের সব ইচ্ছে গুলো পূরণ করবে। লিস্টের কাজ গুলো মূলত মুভির ট্যাগলাইনের মতই “Live every moment, love every minute”। তারপর সে তার বান্ধবীকে নিয়ে কাজ গুলো করতে থাকে।
ইমোশনাল গল্পের সাথে রোমান্সের মিশ্রণ। মুভির স্টোরি অনেকটা প্রেডিক্ট্যাবল হলেও মুল চরিত্রে অভিনয় করা Dakota Fanning এর পারফমেন্স এর কারনে গল্পটা অনেক টাচি ও ভাল লাগবে।
তাছাড়া মুভিতে টিসার বাবার ক্যারেক্টারটাকে অনেক ভাল লেগেছে, মেয়ের প্রতি তার ভালোবাসা আর মেয়েকে ভাল রাখার জন্য তার যে চেষ্টা তা আসলেই অনেক আবেগপ্রবণ করে তুলবে।

IMDb Ratting: 7.2/10
My rating: 7/10

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
স্কট পিলগ্রিম ডাওনলোড করেও দেখিনাই, মাইকেল সেরা কে বিরক্ত লাগে ||

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

হাবিব রহমানন বলেছেন: আপনার কেন বিরক্ত লাগে জানিনা তবে নতুনদের মধ্যে মাইকেল ছেরা কে খুব ভাল লাগে।
Arrested Development সিরিজ থেকে তার সাথে পরিচয়, তারপর তার Superbad, Juno, Nick and Norah's Infinite Playlist, Youth in Revolt এই সিনেমা গুলো দেখে তার এক প্রকার ফ্যান বলতে পারেন :)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

নীল সঞ্চিতা বলেছেন: চারটার মধ্যে if I stay কে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে।
দেখার আশা রাখি।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

হাবিব রহমানন বলেছেন: দেখে ফেলুন আর বাকি তিনটিও আলাদা জনরার, ভাল লাগবে আশা করি :)

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: If I Stay আর Now is Good দেখছি।
বিরক্তকর মুভি। সময় নষ্ট ছাড়া আর কিছুই না।

এর থেকে হিন্দি মুভি দেখা বেটার।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

হাবিব রহমানন বলেছেন: ওয়েল, সব মুভি যে সবার ভাল লাগবে তাও কিন্তু না :) অল দ্যা বেস্ট ফর ইয়ুর হিন্দি মুভিজ

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: অল দ্যা বেস্ট ফর ইয়ুর
হিন্দি মুভিজ

ভাইয়া খোঁচা দিলেন?
আপনার সাথে বসে কি আমি কখনো হিন্দি মুভি দেখেছি।

আর আমি তো নিন্দা করলামম হলিউডের। আপনার তো না। তাদেরকে তুলনা করলাম হিন্দি মুভির সাথে - আপনাকে তো না।

দেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়ুর হিন্দি মুভিজ?

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

হাবিব রহমানন বলেছেন: ডোন্ট টেইক মি রং ব্রাদার। আপনাকে খোঁচা দেব কেন ভাই? আমি নিজেই সকল দেশের-ইন্ড্রাস্ট্রির মুভি দেখি। বাংলা, হিন্দি, কলকাতা, মালায়ালাম,তামিল,তেলেগু,রাশিয়া, আর্জেন্টিনা, অ্যামেরিকা, চীন, কোরিয়া,জাপান ইত্যাদি। আর আমার প্রোফাইল ঘুরে আসলে দেখতে পাবেন হিন্দি মুভি নিয়ে আমার নিজের অনেক "লেখা" আছে :) আমি জাস্ট আপনাকে স্বাগত জানালাম। সার্কাজম ইজ নট মাই টাইপ অফ থিং ব্রাদার.।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



ইফ আই স্টে দেখছি, আমার কাছে এভারেজ মনে হইছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

হাবিব রহমানন বলেছেন: আমার কাছে খুবই ভাল লাগছে :) বিশেষ করে মুভির কন্সেপ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.