![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
অ্যানিমেশন-সিনেমা প্রেমীদের কাছে “কুং ফু পান্ডা” নামটি সবসময় বিশেষ কিছু। ২০০৮ ও ২০১১ সালে “কুং ফু পান্ডা” ফ্রাঞ্চাইজের প্রথম ও দ্বিতীয় সিনেমা মুক্তির পর ২০১২ সালে “ড্রিমওয়ার্কস অ্যানিমেশন” এর চিফ ক্রিয়েটিভ অফিসার কনফার্ম করেন যে “কুং ফু পান্ডা” ফ্রাঞ্চাইজ এর তৃতীয় সিনেমা আসবে সামনে। অনেক অপেক্ষার পর এ বছরের জানুয়ারিতে মুক্তি পেল “কুং ফু পান্ডা ৩” সিনেমাটি।
Kung Fu Panda 3 (2016)
জনরাঃ অ্যানিমেশন । এ্যাকশন । কমেডি
আইএমডিবি রেটিংঃ ৭.৫/১০
রটেন টম্যাটোসঃ ৮৬%
কাস্ট/ভয়েস আর্টিস্টঃ জ্যাক ব্ল্যাক,ডাস্টিন হফম্যান, ব্রায়ান ক্রান্সটন, জে কে সিমন্স, অ্যাঞ্জেলিনা জোলি, জ্যাকি চ্যান, সেথ রজেন, লুসি লিউ, রেন্ডেল ডাক কিম, ডেভিড ক্রস, জেমস্ হং প্রমুখ।
লেখকঃ জোনাথন অ্যাইবেল & গ্লেন বের্গার
সঙ্গীতঃ হ্যান্স জিমার
পরিচালনাঃ জেনিফার উহ নেলসেন & আলেসান্দ্রো কার্লোনি।
◆গল্প সংক্ষেপঃ
চীনের আত্মার রাজ্যে, মাস্টার “ওগওয়ে” আরেক ইভিল মাস্টার “কাই” এর সাথে ফাইট করতে থাকেন, এক সময়ে কাই মাস্টার ওগওয়ে কে পরাজিত করে এবং তার Chi (শক্তি) কেড়ে নেয়। কিন্তু মাস্টার ওগওয়ে তাকে সতর্ক করে যে এক সময় ড্রাগন ওয়ারিয়র (পো) তাকে ধ্বংস করবে। “কাই” এই সতর্কবানী উপেক্ষা করে আত্মার রাজ্যে থেকে মরটাল ওয়ার্ল্ডে প্রবেশ করে।
অন্যদিকে মাস্টার শিফু “ফিউরিয়াস ফাইভ” কে কুং ফু শিখানোর দায়িত্ব থেকে অবসর নেন এবং দায়িত্ব ড্রাগন ওয়ারিয়র “পো” কে দেন। মাস্টার শিফু পো কে কুং ফু ও Chi সম্পর্কে পরামর্শ দেন। কিছুক্ষন পরেই “পো” এর বায়োলজিক্যাল পিতার সাথে তার দেখা হয়। পরবর্তিতে বিশেষ কারনে “পো” তার বাবার সাথে তার জন্মস্থানে যান। যে স্থানটি “সিক্রেট পাণ্ডা প্যারাডাইস” নামে পরিচিত। নতুন স্থানে নিজেকে মানিয়ে নেওয়ার মজাদার সব ঘটনার মাধ্যমে গল্প এগিয়ে যায়।
এই সিনেমার জন্য এতদিনের অপেক্ষা সম্পূর্ণ সফল। ব্যাক্তিগতভাবে এই ফ্রাঞ্চাইজের বড় রকমের ফ্যান আমি তাই হয়তো কোন মন্দ দিক চোখে পরেনি অথবা কিছুটা পক্ষপাতিত্ব কাজ করেছে।
সিনেমা চলাকালীন পুরোটা সময় খুব এঞ্জয় করেছি। পো এর নির্বোধ পাগলামী, খাবারে আসক্ততা, ফাইট সবই এঞ্জয় করেছি। গল্প অনেকটা ক্লিশে হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত এন্টাইটেইনিং ও কিছু শিক্ষণীয় ব্যাপারও ছিল।
এককথায় বলতে এই ফ্রাঞ্চাইজের আগের সিনেমা গুলো যদি আপনার ভাল লেগে থাকে তাহলে এটাও নিশ্চিত ভাল লাগবে।
অভিনয়/ভয়েস এক্টিংঃ
পো চরিত্রে ভয়েস আর্টিস্ট হিসেবে জ্যাক ব্ল্যাক ছাড়া কল্পনাও করতে পারিনা। স্ক্রিনে অ্যানিমেটেড ক্যারেক্টার দেখালেও আসল হিরো হচ্ছে জ্যাক ব্ল্যাক এর ভয়েস।
নতুন কাস্টিং এর ক্ষেত্রে পো এর বাবার চরিত্রে “ব্রেকিং ব্যাড” খ্যাঁত “ব্রায়ান ক্রান্সটন” ও ব্যাডএস-ভিলেন “কাই” চরিত্রে অস্কারজয়ী অভিনেতা জে কে সিমন্স এর যোগদান অন্য এক মাত্রা যোগ করেছে। অন্যান্য ভয়েস আর্টিস্টদের নিয়ে নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতই পার্ফেক্ট।
অ্যানিমেটেড/ভিজুয়েল ইফেক্ট/আর্ট ডিপার্টমেন্টসহ টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলোর দায়িত্বে যারা ছিলেন তারা তাদের কাজ ভালভাবেই সম্পন্ন করেছেন। বিশেষ করে সিক্রেট পাণ্ডা ভিলেজ এর দৃশ্যগুলো খুব দারুন ছিল।
আর সংগীত পরিচালনায় বরাবরের মতই ছিলেন হ্যান্স জিমার। ভাল না লেগে উপায় আছে? মজার মুহূর্ত, ফাইট সিন এবং ইমোশনাল সিন গুলোতে মিউজিক ছিল অনবদ্য।
সবশেষে, ফ্যানদের জন্য সুখবর হচ্ছে, সিনেমার প্রডিউসার কনফার্ম করেছে যে “কুং ফু পান্ডা” ফ্রাঞ্চাইজের সামনে আরো তিনটি সিনেমা মুক্তি পাবে।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১১
হাবিব রহমানন বলেছেন: এই সিরিজের ফ্যান হলে নিশ্চিত ভাল লাগবে
২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:১৮
গেম চেঞ্জার বলেছেন: কুংফুঊঊঊ...............
হাঃ হাঃ হাঃ
দারুণ একটি সিনেমা। প্রথমটি আমার কাছে তো মনে হয়েছে জীবনে যত সিনেমা দেখেছি তার মধ্যে সেরা একটি সিনেমা এটা। মাস্টার ওগুয়ে এর কথাগুলো শুনতে কতো ভাল লাগে তা কিবোর্ডে প্রকাশ করা সম্ভব না।
পো' এর ভীষণ ফ্যান আমি। ওর হাস্যকর কাজকারবার ও কিউটনেস জাস্ট অসাম!!
আপনার রিভিউ বেশ লেগেছে। শুভকামনা রইল।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১২
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ, সম্পূর্ণ একমত আপনার সাথে
৩| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩
মারুফ তারেক বলেছেন: দেখেছি
মোটামুটি লেগেছে।
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩
হাবিব রহমানন বলেছেন: আগের দুটো সিনেমার সাথে কম্পেয়ার করলে এটা মোটামুটি লাগে আসলে। তবুও এই সিরিজের ফ্যান হিসেবে সিনেমাটা ভালোয় লেগেছে।
৪| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১
ডট কম ০০৯ বলেছেন: ওয়ানটা অনেক ভাল ছিলে। এনিমেশন মুভির সেরাদের তালিকায় প্রথম স্থানে থাকার মত। টু ভাল হয় নাই। থ্রি টু অপেক্ষা ভাল।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫১
হাবিব রহমানন বলেছেন: সম্পূর্ণ একমত আপনার সাথে
৫| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৬
পুলহ বলেছেন: "ব্যাক্তিগতভাবে এই ফ্রাঞ্চাইজের বড় রকমের ফ্যান আমি তাই হয়তো কোন মন্দ দিক চোখে পরেনি অথবা কিছুটা পক্ষপাতিত্ব কাজ করেছে।"-- আমিও ভাই আপনার দলে
কুং ফু পান্ডা ৩ দেখছি গত সপ্তাহে, সে-----ই
"সবশেষে, ফ্যানদের জন্য সুখবর হচ্ছে, সিনেমার প্রডিউসার কনফার্ম করেছে যে “কুং ফু পান্ডা” ফ্রাঞ্চাইজের সামনে আরো তিনটি সিনেমা মুক্তি পাবে।"--আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা খবর জানানোর জন্য
ভালো থাকবেন !
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫২
হাবিব রহমানন বলেছেন: কেউ একজন তো আমার দলে আছে এটা ভেবে ভাল লাগছে শুভেচ্ছা নিবেন।
৬| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রথমটা দেখছি দারুন মজা পাইছি।
দ্বিতীয়টা দেখি নাই তবে ৩য়টা দেখার ইচ্ছা আছে। কালকে ডাউনলোড করব।
শুভেচ্ছা রইল।
০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ, আপনিও শুভেচ্ছা নিবেন
৭| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৬
অতঃপর হিমু বলেছেন: দেখা লাগবে তো তাহলে
০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
হাবিব রহমানন বলেছেন: দেখে ফেলুন, ভাল লাগবে আশা করি।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
উইমা বলেছেন: view this link 3 can be a 2016 3D American-Chinese computer-animated action comedy fighting styles film, produced by DreamWorks Cartoon, and distributed by the twentieth Century Fox. It has been directed by Jennifer Yuh Nelson and also Alessandro Carloni. The film was published by Jonathan Aibel and Glenn Berger, created by Melissa Cobb, and executive created by Guillermo del Toro. This is a sequel to the 2011 motion picture view this link 2 as well as the third installment in the particular Kung Fu Panda operation. The film features the particular voices of Jack African american, Angelina Jolie,view this link L. K. Simmons, Jackie Chan, Lucy Liu, Seth Rogen, Jesse Cross, view this link Kate Hudson, and also James Hong. Jean-Claude view this link and Randall Duk Betty reprise their roles since Master Croc and Oogway from your previous two films.
The film received a small release in China on January 23 to get a special three-hour sneak preview and premiered starting from January
৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩
আহম্মেদ জাবেদ বলেছেন: ডেসট্রয় পো।।।।।।।।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫
হাবিব রহমানন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৩
কালীদাস বলেছেন: সেকেন্ডটা ভাল লাগেনি, দেখতে হবে এটার কি অবস্হা!!