![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
দ্যাট সেভেন্টিজ শো (That ’70s Show) একটি কমেডি ধরনার অ্যামেরিকান টিভি সিরিজ। এই কমেডি টিভি সিরিজটির কাহিনী গড়ে উঠেছে ১৯৭০ দশকের পটভূমিতে “উইস্কনসিন” এর ৬জন টিনএইজ বন্ধুকে কেন্দ্র করে। যাদের প্রধান কাজ হচ্ছে সর্বদা একসাথে আড্ডায় মেতে থাকা।
৬টি মূল ক্যারেক্টারের আড্ডার মূল স্থান “এরিক ফোরম্যান” এর বেইসমেন্ট/ঘর। যেখানে সময়ের সাথে সৃষ্টি হতে থাকে অসংখ্য গল্প। কখনো বন্ধুত্বের আড্ডা, হাসিখুশির মুহূর্ত কখনো আবার সাময়িক সময়ের মনমালিন্য অথবা দ্বন্দ্ব। সাথে অভিভাবকদের নিয়ে মজার ও বিব্রতকর গল্প তো আছেই।
সিরিজের ধারনকাল অ্যামেরিকার ৭০ দশক নিয়ে হলেও সিরিজটি প্রতিনিধিত্ব করছে আমাদের টিপিক্যাল “ফ্রেন্ড সার্কেল” গুলোর নানাবিদ ঘটনা গুলোকে। সিরিজের সময়কাল ও সংস্কৃতি ভিন্ন হলেও এ যেন অতীত, বর্তমান এবং সম্ভবত ভবিষ্যৎ জেনারেশনের একই বৃত্তে আগলে থাকা বন্ধুত্বের গল্প গুলোর কথা জানান দিচ্ছে। সিরিজ দেখার সময়ে হয়তো স্মৃতিকাতর হওয়ার সম্ভাবনাও রয়েছে কেননা কিছু ঘটনা হয়তো আমাদের কিশোরকালের বন্ধুত্ব এর ঘটনা গুলোকে মনে করিয়ে দিতে পারে।
আর সিরিজ শেষ করার পরের অনুভূতি_প্রত্যেকটা ক্যারেক্টার অনেক আপন।
আর টিপিকাল বন্ধুত্বের গল্প বলার কারন হচ্ছে, বন্ধুত্ব ব্যাপারটাই তো গতানুগতিক। প্রতিদিন সেই একই পরিচিত মুখ, একই কাজ, একই গল্প, একই স্থান কিন্তু যায় করা হোক, সবাই একসাথে করছে। সময়ের স্রোতে ভুলে থাকা আমরাই হয়তো একসময় স্মৃতির ফ্রেমে জমা থাকা এই মুহূর্ত গুলোতে স্মৃতিকাতর হব। “দ্যাট সেভেন্টিজ শো” এর থিম সংও ঠিক একই ধারনা দিচ্ছে দর্শকদের।
সিরিজটি তার নিজস্ব ঢং ও স্বকীয়তায় সেরা সুতরাং অন্যান্য সিরিজ “ফ্রেন্ডস”, “হাউ আই মেট ইয়ুর মাদার” “দ্যা বিগ বেং থিউরি” “কাপলিং” ইত্যাদি সিটকম গুলোর সাথে তুলনা না করাই শ্রেয়। নিঃসন্দেহে অনেক ভাল লাগার মতন টিভি সিরিজ/সিটকম “দ্যাট সেভেন্টিজ শো”।
✪দ্যাট সেভেন্টিজ শো (১৯৯৮-২০০৬)
জনরাঃ সিটকম
আইএমডিবি রেটিংঃ ৮.১/১০
সিজন সংখাঃ ৮
এপিসোড সংখাঃ ২০০
এপিসোড লেন্থঃ ২২মিনিট✪
==সিরিজের মেজর ক্যারেক্টার গুলো সম্পর্কে কিছু ধারনাঃ
◆এরিক ফরম্যান (টোফার গ্রেস):
এরিক এই সিরিজের সবচেয়ে ডিসেন্ড ক্যারেক্টার। এরিক একজন ফেইথফুল ফ্রেন্ড, মা-বাবার আদরের সন্তান যে কিনা বান্ধবী ও প্রতিবেশী “ডনা” কে সিক্রেটলি ভালবাসে।
আর সব বন্ধুরা তার বাসাতেই সর্বদা আড্ডায় মেতে থাকে।
◆ডনা পিঞ্ছিয়াটি (লরা প্রেপন):
ডনা বন্ধুমহলের বুদ্ধিমান, সুন্দরী ও নারীবাদী মনোভাব ধারনকারী মেয়ে এবং ফোরম্যান পরিবারের প্রতিবেশী। ডনার লাভ ইন্টারেস্ট/ক্রাশ তার বেস্ট ফ্রেন্ড এরিক।
◆স্টিভেন হাইড (ড্যানি মাস্টারসন):
হাইড বন্ধুমহলের একজন গুরুত্বপূর্ণ সদস্য যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অদ্ভুত ও কৌতুকপূর্ণ আচার-আচরন করা। হাইড সর্বদা বন্ধুদের নিয়ে অদ্ভুত মন্তব্য ও কু-পরামর্শ(!) দিয়ে থাকে।
◆মাইকেল কেলসো (অ্যাশ্টন কুচার):
কেলসো বৈশিষ্ট্য হচ্ছে স্টুপিডিটি ও বিচারবুদ্ধিহীনতা। কিশোর বয়সী হলেও আচার আচরন বাচ্চাদের মত যদিও মাঝেমাঝে সেটা আনন্দদায়ক। কেলসোর গুড-লুকিং এর জন্য প্রায়ই তার এরুপ মনোভাব এডোরেবল হয়ে যায়।
◆জ্যাকি বার্খার্ট (মিলা কুনিস ):
সুন্দরী ও ধনীর দুলালী “জ্যাকি বার্খার্ট” গ্রুপের সবচেয়ে ছোট-বয়সী সদস্য। সে কেলসো এর সাথে প্রেমের সম্পর্কে জড়িত। জ্যাকি একাধারে ন্যাকামো করা, স্বার্থপরতা, দাম্ভিকতার চরিত্রের অধিকারী। তার দৃষ্টিতে সে সেরা সুন্দরী এবং আশেপাশে সবাই কুৎসিত
◆ফেয (উইল্মার ভালদারামা):
ফেয ফরেন এক্সচেইঞ্জ এর স্টুডেন্ট যে কিনা তার ‘হোস্ট পেরেন্টস” এর সাথে বসবাস করে এবং স্কুলের বন্ধুদের সাথে সময় কাঁটাই। ফেযের ফরেন একসেন্ট ও অস্বাভাবিক আচার আচরণের জন্য বন্ধুমহলের সার্কাজমের শিকার হয়। ফেযের বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরল মনোভাব, ফ্রেন্ডলী ও উদ্ভট চিন্তা ভাবনা করা।
অভিভাবকের ক্যারেক্টার গুলোর মধ্যে রেড ফোরম্যান (কুর্তউড স্মিথ) ও কিটি ফরম্যান (ডেব্রা জো রুপ) অন্যতম।
রেড ফোরম্যান “এরিক” এর বাবা। রাফ এন্ড টাফ ধরনার ক্যারেক্টার। রেড সেকেন্ড ওয়াল্ড ওয়ার ও কোরিয়ান ওয়ার এর সৈনিক ছিল কিন্তু বর্তমানে বাসায় থাকেন সবসময়। যার প্রধান কাজ হচ্ছে ছেলে এরিক ও এরিকের বন্ধুদের কড়া শাসন এর মাধ্যমে দেখেশুনে রাখা।
কিটি ফরম্যান এরিকের মা, অনেকটা বাস্তবের টিপিক্যাল মা চরিত্রের মতই। কেয়ারিং, লাভিং এবং সর্বদা হাসি খুশি থাকেন।
তাছাড়াও আছে বব পিঞ্ছিয়াটি, মিজ্ পিঞ্ছিয়াটি, লোরি ফোরম্যান, লিও এর মত মজাদার সব ক্যারেক্টার।
©somewhere in net ltd.