নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

"অনুভূতিতে ফরমালিন মিশিয়েছি"

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

আবেগি ঝড়ের আগমনী বার্তা দিয়েছে ডাকপিয়ন
নিঃস্বার্থে বিনয়ী হয়ে নিকোটিনে আশ্রয়ের মন্ত্রণা
মিলনের খরায় ক্লান্ত অতীত তাই স্বতন্ত্র প্রস্থানের আহবান।

তীব্র ঝড়ের বিপদ সংকেত সন্নিকটে,
তাই পূর্ব লাঞ্ছনা ভারী হয়ে আগাম ঘৃণায় রুপান্তরিত হয়েছে
সাথে ভাঙ্গনের ভীতি_অনুভূতিতে তাই ফরমালিন মিশিয়েছি
বাহ! অভিযোগ উঠেনা সম্পর্কের নাট্যমঞ্চেের দৃশ্যকাব্যে।

আগমনী বার্তায় কারো নিশ্বাস ধরার অভিলাষে নিষেধাজ্ঞা,
নিষেধাজ্ঞা অভিমান মিশ্রিত অনুগল্পের আলিঙ্গনের মীমাংসায়
চিত্তের স্বরূপে ভাঙ্গনের আহবান জানিয়েছে ডাকপিয়ন
শুধু প্রার্থনা_সতেজ থাকুক বারান্দায় অপেক্ষারত কাঠের চেয়ার।

হৃদয়ের ক্ষত তে অতীতের প্রলাপে মগ্ন হওয়া মানা
শূন্যতায়_আক্ষেপের কবিতায় নান্দনিকতার নিয়ম ভাঙবে
কাছে আসার আকাঙ্ক্ষায়ও পড়বে বাস্তবতার বাধা
তাই দূরত্ব হোক আসন্ন ক্ষতের প্রতিকার।

সতর্ক বার্তা দিয়েছে ডাকপিয়ন,
আগ্রাসী প্রেমে বর্ষিত হওয়া আর স্মৃতির পরিতাপ অবাঞ্ছনীয়
পুড়িয়ে ফেলার আহ্বান কবির "অনুভূতি সমগ্র-দুই"
তাই অবশেষে অনুভূতিতে ফরমালিন মিশিয়েছি।

০১:১৫
২৬/০৪/২০১৬
হাবিবুর রহমান

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

বিজন রয় বলেছেন: তাহলে তো অনুভূতি নষ্ট হবে না।

++++

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

হাবিব রহমানন বলেছেন: অনুভূতি সতেজ রাখতেছি, ভবিষ্যতে কাজে লাগতে পারে :)

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: পৃথিবীতে একমাত্র অনুভূতি গুলোই ফরমালিনমুক্ত রহিয়াছে আর আপনি কিনা সেখানটাতেই ফরমালিন মেশালেন??

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

হাবিব রহমানন বলেছেন: না মিশিয়ে উপায় আছে দাদা?

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: দাদা অনুভূতিগুলকে তার জাইগায় থাকতে দেওয়াটা খুব বেশি দরকার, আজকে আমাদের যেই কয়েকটা ফরমালিনমুক্ত জায়গা আছে সেগুলোকেও ধ্বংস করে দিচ্ছি যেমন ধরুন এই সুন্দরবন, পার্বত্য অঞ্চলকেও আমরা হুমকির মধ্যে ফেলে দিচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি উপহার দিব বলুন???

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

হাবিব রহমানন বলেছেন: দাদা তো আলোচনা অন্য দিকে নিয়ে গেলেন :(

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: tahole apnar shopno guloteo formalin choriye poruk

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

হাবিব রহমানন বলেছেন: বদদোয়া দিলেন :(

৬| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩১

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: ফরমালিন ছড়িয়ে পড়ুক সবখানে ।



ফরমালিন এর বিষক্রিয়ায় আপনার অনুভুতিগুলু মরে যাক!!

৭| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩২

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: আর বাস্তবতা মুক্তি পাক !!

৮| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৩৫

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: কপি করতে ইচ্ছা করছে। যদি অনুমতি দেন তাহলে ফেইসবুক এ কপি করব।

৯| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৫৯

হাবিব রহমানন বলেছেন: অবশ্যই করেন, তবে ক্রেডিট দিয়েন আরকি :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.