নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

"প্রাক্তন প্রেমিক বলছি"

১২ ই জুন, ২০১৬ রাত ১১:৩৫

প্রিয় অর্ধাঙ্গিনী_তুমি শুনছো?
এ-বেলার নীরস, কর্পোরেট ও বিরক্তকর আমিও একদা প্রেমিক ছিলাম।

কুয়াশায় জর্জরিত কোন এক নির্জন সকালে আমিও মেয়াদ উত্তীর্ণ সুগন্ধি গায়ে জড়িয়ে অপেক্ষার প্রহর গুনেছি,
অথবা আমিও ছিলাম বৃষ্টিস্নাতে ভেসে যাওয়া দ্বিতীয় প্রহরে প্রিয়ার অভিমানে লেগে থাকা দুরূহ অশ্রুতে।
কোন এক কড়া রৌদ্রের ভীষণ ক্লান্তিকর দিনে আমিও প্রিয় অবয়বরের সান্নিধ্যে অপেক্ষায় থেকেছি অবিরামভাবে,
অথবা আমিও আঁট নাম্বার বাসে তাজা গোলাপ বয়ে বেড়িয়েছি কারো খোপায় গুঁজবো বলে।

অর্ধাঙ্গী জানো কি?
অভিলাষী আর স্বচ্ছ অনুভুতিতে আমিও কতশত কবিতার কথামালা ড্রাফ্টে জমা করেছি,
প্রিয় গল্প কিংবা উপন্যাসের প্রিয় চরিত্রের কল্পনাবিলাসে উড়ে বেড়িয়েছি বারংবার,
অথবা কোন রোম্যান্টিক সিনেমার শেষ দৃশ্যে আমিও প্রিয়ার স্পর্শ অনুভব করেছি।

আমিও একদা প্রেমিক ছিলাম জানো?
ছুঁয়ে গিয়েছিল আবেগ_ভুলে ছিলাম আমার প্রার্থনায় প্রাক্তনের বিষাদের চুমো খাওয়া,
ভুলে ছিলাম পাওয়ার হিসেবের খাতার শুন্যের রাজকীয়তার আহাজারি।

আর তারপর?
তারপর বাস্তবতার আঘাতে চেতনায় ফিরে আসি_আলেয়ার পৃথিবী প্রস্থান,
ফিরে আসি নাট্যমঞ্চের এই পৃথিবীতে_প্রবঞ্চনার তিক্ত স্বাদে এ-বেলার আমি প্রলাপ করি "অর্ধাঙ্গিনী তুমি শুনছো? আমিও একদা প্রেমিক ছিলাম......

৩০ মে, ২০১৬
হাবিবুর রহমান

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১২

মধ্য রাতের আগন্তক বলেছেন: ভালো ছিল লেখাটা

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৩

হাবিব রহমানন বলেছেন: ধন্যবাদ :)

২| ১৩ ই জুন, ২০১৬ রাত ১:৫৫

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: কিছু সত্য কথা বেড়িয়ে এসেছে।
কবিতার ভাব ও ভাষা চমৎকার ছিল।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৪

হাবিব রহমানন বলেছেন: বাস্তবতা.।
অসংখ্য ধন্যবাদ :)

৩| ১৩ ই জুন, ২০১৬ ভোর ৪:৩১

আচার্য বাঙালি বলেছেন: অনেকটা ছোটগল্পের মতো হয়েছে।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

হাবিব রহমানন বলেছেন: সুনাম নাকি অপমান করলেন বোঝলাম না :-P যাক , ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য :)

৪| ১৩ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: ভালো, তবে পড়তে গিয়ে কিছুটা আটকেছি কয়েক জায়গায়। লাইন গুলো বেশি বড় হয়ে গেছে। এ ব্যাপারে লক্ষ্য রাখা উচিত।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৭

হাবিব রহমানন বলেছেন: ব্যাপারটা আমার কাছেও ধরা পরেছিল কিন্তু ভাবলাম মনের অভিব্যাক্তি যেহেতু থাকুক বড় লাইনগুলো :) ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য :)

৫| ১৫ ই জুন, ২০১৬ রাত ২:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: সবাই প্রেমিক। কেউ ছিল, কেউ এখনও আছে, কেউ হবে।

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

হাবিব রহমানন বলেছেন: আসলেই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.