নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

রিভিউঃ ব্রিটিশ সাই-ফাই থ্রিলার ভিত্তিক টিভি সিরিজ "Black Mirror"!!!

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭



.
ব্রিটিশ সাই-ফাই থ্রিলার ভিত্তিক টিভি সিরিজ "ব্ল্যাক মিরর" ফ্যানদের মনে আজ আনন্দের জোয়ার বইছে! নতুন সিজন শুরু, নেটফ্লিক্সে ব্রডকাস্ট, তারপরে আবার ৬টি এপিসোড!!! সব মিলিয়ে জমে ক্ষীর! নেটফ্লিক্সে আজ সিজন থ্রি প্রিমিয়ার হবে এবং আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যেই পুরো ছয় এপিসোডের ডাউনলোড লিংক এভেইলেবল হবে।

সিজন থ্রি ট্রেইলারঃ

তার আগে চলুন এই সিরিজ সম্পর্কে টুকটাক ধারণা নিয়ে নেয়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

"এন্থোলজি" সিরিজ হচ্ছে, একটি নিদিষ্ট থিম অথবা কন্সেপ্ট এর উপর ভিত্তি করে অনেকগুলো এপিসোড তৈরি করা। এই ক্ষেত্রে শুধু মুল কন্সেপ্ট ঠিক রেখে একেকটা এপিসোডের জন্য আলাদা পরিচালক, অভিনয় শিল্পী, অথবা গল্পও থাকতে পারে। "ব্ল্যাক মিরর"ও এন্থোলজি-সিরিজ এর নিয়ম ফলো করেছে।

মানব জীবনে বর্তমান ও অদূর ভবিষ্যতে টেকনোলজির বিরূপ প্রভাবের কনসেপ্ট এর উপর ফোকাস করে, দুই সিজনে মোট ৬টি এপিসোড ও একটি ক্রিসমাস স্পেশাল এপিসোড তৈরি করা হয়েছে। প্রত্যেকটি এপিসোড এর স্টোরি, কাস্টিং ও লোকেশন ভিন্ন।
ব্রিটিশ সিরিজ গুলো ফলো করলেই বুঝা যায়, টিভি সিরিজের মানের ক্ষেত্রে তারা কতটা যত্নশীল। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে "ব্ল্যাক মিরর'! এমন ইউনিক ও এডভান্সড চিন্তাভাবনা সাধারণ মানুষের ভাবনায় আসা সম্ভব নয়, এই ক্ষেত্রে সিরিজের ক্রিয়েটর "চার্লি ব্রুকার" ও রাইটাররা প্রশংসা পাওয়ার যোগ্য।

আর এই সিরিজের স্পেশালিটি হচ্ছে গল্প বলার ধরন ও গল্পের গভীরতা। ডার্ক হিউমারের মাধ্যমে খুব সুন্দরভাবে বর্তমান টেকনোলজির তথা সোস্যাল নেটওয়ার্কের নেগেটিভ বিষয় গুলো তুলে ধরেছে।
সিরিজটিতে "বেইসড অন ট্রু স্টোরি" লিখা না থাকলেও বা ফিকশনাল টাইপ হলেও, ধীরে ধীরে টেকনোলজি আমাদের জীবন কে কিভাবে প্রভাবিত করছে তা আমরা ভালভাবেই অনুধাবন করতে পারবো।



সিরিজ ক্রিয়েটর কে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছি, এখন বাকি কলাকুশলীদের মধ্যে সিরিজের রাইটারদের বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়, এমন ইউনিক ও ব্রিলিয়েন্ট স্টোরির জন্য। পরিচালকরাও বাহবা পাওয়া যোগ্য, এত নিখুঁত ও সুন্দর ভাবে গল্প উপস্থাপন করার জন্য। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল প্রতিটি দৃশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।

সিরিজের অভিনয় শিল্পীদের নিয়ে আমি অনেক স্যাটিস্ফাইড। জাস্ট ব্রিলিয়েন্ট! সিরিজটি দেখার সময় একবারও কোন বাজে এক্টিং অথবা অভার এক্টিং চোখে পরেনি।
সুতরাং এখনো সিরিজটি দেখে না থাকলে অনুরোধ করবো এট লিস্ট, একটি এপিসোড হলেও ট্রাই করে দেখুন!



মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: ডার্ক হিউমার ভালা পাই। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চ মাস থেকে দেখা শুরু করুম #:-S

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০

হাবিব রহমানন বলেছেন: আগামী বছর কেন? :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.