নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

বিনোদনে ভরপুর এডাল্ট-কমেডি ভিত্তিক অ্যানিমেশন মুভি “Sausage Party (2016)”

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৩


“সসেজ পার্টি” এর ট্রেইলার রিলিজের পর থেকেই অপেক্ষা করছিলাম কখন ভাল প্রিন্ট আসবে, অবশেষে ব্লুরে রিলিজ হল!
ব্যাক্তিগতভাবে সেথ রোগান ও তার দলবলের (জোনা হিল, মাইকেল সেরা, জেমস ফ্রাঙ্কো, পল রুড, ড্যানি ম্যাকব্রাইড) সিনেমাগুলোর ফ্যান আমি। তাদের প্রায় প্রত্যেকটি সিনেমাই দারুণ এন্টার্টেইনিং ও উপভোগ্য হয়।
উদাহরণ হিসেবে Knocked Up, Superbad, Pineapple Express, Neighbors, How to Train Your Dragon সিনেমা গুলোর কথা বলা যায়, যেগুলোর ডিরেকশন, প্রডিউস, স্ক্রিপ্ট অথবা কাস্টিঙ্গে এই টিম রয়েছে।
সুতরাং “সসেজ পার্টি” দেখার আগ্রহ তৈরি করার ক্ষেত্রে প্রথমে ট্রেইলার এবং পরে এই নাম গুলোই যথেষ্ট!! এবং সিনেমাটি আশাহত করেনি, ভালো লেগেছে বেশ।


▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Sausage Party (2016)
Director: Greg Tiernan & Conrad Vernon
Writers: Seth Rogen & Kyle Hunter
Genres: Animation । Adventure । Comedy
Stars: Seth Rogen, Jonah Hill, Kristen Wiig, Michael Cera, James Franco, Paul Rudd, Edward Norton, Salma Hayek.
IMdb: 6.7/10
SAUSAGE PARTY - Official Restricted Trailer
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

প্লট সামারীঃ এক সুপার শপে বিভিন্ন খাবারের পণ্যদের জীবনের অদ্ভুত কর্মকাণ্ড ও পরিনিতি দিয়ে সিনেমাটির গল্প সাজানো হয়েছে।
সুপার শপে সাজানো রয়েছে সারি সারি খাবার! যাদের সুপার শপের বাহিরের দুনিয়া সম্পর্কে কোন ধারনা নেই। খাবার গুলো অপেক্ষা করছে কখন ক্রেতারা তাদের ক্রয় করবে এবং তাদের স্বপ্নের জগতে (ক্রেতাদের বাড়ি) নিয়ে যাবে। এরই মাধ্যমে যেন তাদের জীবনের সার্থকতা অন্তর্নিহিত রয়েছে। কিন্তু পণ্যগুলো জানেনা তাদের জন্য কি নির্মম ও ভীতিকর পরিণতি অপেক্ষা করছে।

প্রথমত অ্যানিমেশন সিনেমা হলেও, প্রচুর স্ল্যাং ও এডাল্ট কন্টেন্ট রয়েছে, সুতরাং ভুলেও বাসার বাচ্চাদের নিয়ে একসাথে সিনেমাটি দেখবেন না B-) পিক্সারের অ্যানিমেশন গুলোর মত হাই-থটের সিনেমা ভেবে দেখতে বসলে হতাশ হবেন। তবে সিনেমাটি পিউর এন্টার্টেইনিং বেইসড! যারা অলরেডি “সেথ রোগান টিপিকেল কমেডি” সম্পর্কে ধারণা রাখেন তারা ফানি দৃশ্য গুলোতে ভাল ভাবেই এঞ্জয় করবেন।

আর্টিস্টদের কথা বললে সেথ রোগান, জোনা হিল, মাইকেল সেরা, জেমস ফ্রাঙ্কো, পল রুড, ড্যানি ম্যাকব্রাইড এর মত আর্টিস্টদের ভয়েস কমেডি জনরার অ্যানিমেশন মুভির জন্য পার্ফেক্ট। সিনেমাতে তারা তাদের কাজ খুব ভাল ভাবেই করেছে। বোনাস হিসেবে ছিল এডোয়ার্ড নর্টন এর ভয়েস। যেহেতু অ্যানিমেশন মুভি সেহেতু মুভির টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে পারছিনা। তবে স্ক্রিপ্ট, আর্টিস্ট ও চকচকে অ্যানিমেটেড দৃশ্য মিলিয়ে দারুণ।
সো…এডাল্ট-কমেডি জনরার অ্যানিমেশন হিসেবে সিনেমাটি বেশ উপভোগ্য, হতাশ হবেন না আশা করি। হ্যাপি ওয়াচিং

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: সাউন্ডস গুড!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

হাবিব রহমানন বলেছেন: আপনার প্রোফাইল ছবি দেখে A Clockwork Orange এর কথা মনে পরে গেলো :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.