![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
হুমায়ূন আহমেদ আমাদের অনেক মানসম্মত চলচ্চিত্র উপহার দিয়েছেন। এই পোস্টে হুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা গুলোর অফিশিয়াল ইউটিউব লিংক দেয়া হলো। পাশাপাশি তার চিত্রনাট্যে ও গল্পে তৈরি সিনেমা গুলোর লিংকও যোগ করা হয়েছে।
আগুনের পরশমণি (১৯৯৪)
পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজকঃ হুমায়ূন আহমেদ
শ্রেষ্ঠাংশেঃ বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর, শিলা আহমেদ প্রমুখ।
সুরকারঃ সত্য সাহা
দৈর্ঘ্যঃ ১২৩ মিনিট
শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজকঃ হুমায়ূন আহমেদ
শ্রেষ্ঠাংশেঃ জাহিদ হাসান, শাওন, মাহফুজ আহমেদ, আনোয়ারা, গোলাম মোস্তফা, ডাঃ এজাজ প্রমুখ।
সুরকারঃ মকসুদ জামিল মিন্টু
দৈর্ঘ্যঃ ১৫১ মিনিট
দুই দুয়ারী (২০০০)
পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজকঃ হুমায়ূন আহমেদ
শ্রেষ্ঠাংশেঃ রিয়াজ, শাওন, মাহফুজ আহমেদ, ডাঃ এজাজ প্রমুখ।
সুরকারঃ মকসুদ জামিল মিন্টু
দৈর্ঘ্যঃ ১৪০ মিনিট
চন্দ্রকথা (২০০৩)
পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজকঃ হুমায়ূন আহমেদ
শ্রেষ্ঠাংশেঃ ফেরদৌস, শাওন, আসাদুজ্জামান নূর, আহমেদ রুবেল প্রমুখ।
সুরকারঃ মকসুদ জামিল মিন্টু
দৈর্ঘ্যঃ ১৪০ মিনিট
শ্যামল ছায়া (২০০৪)
পরিচালনা ও চিত্রনাট্যঃ হুমায়ূন আহমেদ
প্রযোজনাঃ ইমপ্রেস টেলিফিল্ম
শ্রেষ্ঠাংশেঃ রিয়াজ, চ্যালেঞ্জার,হুমায়ুন ফরীদি, শাওন, তানিয়া আহমেদ, ডাঃ এজাজ, ফারুক প্রমুখ।
দৈর্ঘ্যঃ ১১০ মিনিট
দূরত্ব (২০০৬)
পরিচালনাঃ মোরশেদুল ইসলাম
কাহিনীঃ হুমায়ূন আহমেদ
প্রযোজনাঃ ইমপ্রেস টেলিফিল্ম
শ্রেষ্ঠাংশেঃ হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
সুরকারঃ ইমন সাহা
দৈর্ঘ্যঃ ৯৫ মিনিট
নিরন্তর (২০০৬)
পরিচালনা ও চিত্রনাট্যঃ আবু সাইয়ীদ
কাহিনীঃ হুমায়ূন আহমেদ
প্রযোজনাঃ ইমপ্রেস টেলিফিল্ম
শ্রেষ্ঠাংশেঃ শাবনূর, ইলিয়াস কাঞ্চন, আমিরুল হক চৌধুরী, ডলি জহুর, লিটু আনাম, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
সুরকারঃ এস আই টুটুল
দৈর্ঘ্যঃ ৯৫ মিনিট
নয় নম্বর বিপদ সংকেত (২০০৬)
পরিচালনা ও চিত্রনাট্যঃ হুমায়ূন আহমেদ
প্রযোজনাঃ ইমপ্রেস টেলিফিল্ম
শ্রেষ্ঠাংশেঃ আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, রহমত আলী, দিতি, তানিয়া আহমেদ প্রমুখ।
সুরকারঃ এস আই টুটুল
দৈর্ঘ্যঃ ১৭০ মিনিট
দারুচিনি দ্বীপ (২০০৭)
পরিচালনাঃ তৌকির আহমেদ
চিত্রনাট্যঃ হুমায়ূন আহমেদ
প্রযোজনাঃ ইমপ্রেস টেলিফিল্ম
শ্রেষ্ঠাংশেঃ রিয়াজ, জাকিয়া বারী মম, মোশাররফ করিম, ইমন, বিন্দু,আবদুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত প্রমুখ।
সুরকারঃ এস আই টুটুল
দৈর্ঘ্যঃ ১২৬ মিনিট
আমার আছে জল (২০০৮)
পরিচালনা ও চিত্রনাট্যঃ হুমায়ূন আহমেদ
প্রযোজনাঃ ইমপ্রেস টেলিফিল্ম
শ্রেষ্ঠাংশেঃ ফেরদৌস, মীম, জাহিদ হাসান, শাওন, পিযুস বন্দোপাধ্যায়, মুনমুন আহমেদ, সালেহ আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ডাক্তার এজাজ প্রমুখ।
সুরকারঃ হাবিব ওয়াহিদ ও এস আই টুটুল।
দৈর্ঘ্যঃ ১২৩ মিনিট
প্রিয়তমেষু (২০০৯)
পরিচালনাঃ মোরশেদুল ইসলাম
চিত্রনাট্যঃ বরকত উল্লাহ মারুফ
কাহিনীঃ হুমায়ূন আহমেদ
শ্রেষ্ঠাংশেঃ আফসানা মিমি ও সোহানা সাবা, তৌকির আহমেদ, মুরাদ, গাজী রাকায়েত,হুমায়ুন ফরীদি প্রমুখ।
দৈর্ঘ্যঃ ১৩৭ মিনিট
ঘেটু পুত্র কমলা (২০১২)
পরিচালনা ও চিত্রনাট্যঃ হুমায়ূন আহমেদ
প্রযোজনাঃ ইমপ্রেস টেলিফিল্ম
শ্রেষ্ঠাংশেঃ তারিক আনাম খান, মুনমুন আহমেদ, মামুন, প্রাণ রায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, আগুন প্রমুখ।
দৈর্ঘ্যঃ ৯৫ মিনিট
কৃষ্ণপক্ষ (২০১৬)
পরিচালনা ও চিত্রনাট্যঃ মেহের আফরোজ শাওন
কাহিনীঃ হুমায়ূন আহমেদ
শ্রেষ্ঠাংশেঃ রিয়াজ, মাহিয়া মাহী, তানিয়া আহমেদ, আজাদ আবুল কালাম, ফেরদৌস প্রমুখ। সংগীত: এস আই টুটুল
আবহ সংগীত: ইমন সাহা
দৈর্ঘ্যঃ ১২৬ মিনিট
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
হাবিব রহমানন বলেছেন: "এরা শত বছরে একবার আসেন" সম্পূর্ণ একমত পোষণ করলাম আপনার সাথে।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার । হুমায়ূন আহমেদ বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা দিয়েছেন। শ্যামল ছায়া ,দূরত্ব ,শ্রাবণমেঘের দিন.....প্রত্যেকটি হৃদয় ছুঁয়ে যাওয়া মুভি । কিভাবে তার মূল্যায়ন করবো ভাষা খুজে পাইনা । তিনি অনাবিল বিনোদন দিয়েছেন আবার কাদিয়েছে। হুমায়ূন ফরীদিও তাই করেছেন তার অভিনয় দিয়ে। এর শত বছরে একবার আসেন ।