নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

দ্যা ডিজেস্টার আর্টিস্ট (২০১৭): উদ্ভট চলচ্চিত্রের গল্পে সেরা চলচ্চিত্র নির্মাণ!

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮


২০১৭ সালে মুক্তি পাওয়া "দ্যা ডিজেস্টার আর্টিস্ট" কেন দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে? সংক্ষিপ্তভাবে বলতে গেলে, এই সিনেমার সম্পূর্ণ বিষয়টায় বেশ ইন্টারেস্টিং। দ্য ডিজেস্টার আর্টিস্ট ২০০৩ সালের 'দ্যা রুম" নামক একটি সিনেমা নির্মাণের পেছনের গল্পের আদলে তৈরি করা হয়েছে। যে সিনেমাটিকে অ্যামেরিকার সিনেমার ইতিহাসের অন্যতম বাজে সিনেমা বলা হয়ে থাকে। যে সিনেমার প্রতিটি ডায়লগ সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মিম ও ট্রল হিসেবে ব্যবহৃত হয়। আমার ব্যাক্তিগত মতামত "দ্যা ডিজেস্টার আর্টিস্ট" পুরোপুরিভাবে উপভোগ করতে হলে প্রথমেই 'দ্য রুম" সিনেমাটি দেখে নেয়া উত্তম।

প্রথমেই যে সিনেমার মেকিং নিয়ে "দ্য ডিজেস্টার আর্টিস্ট" নির্মিত হয়েছে সে সিনেমা উপর আলোকপাত করা যাক। "দ্য রুম" সিনেমার গল্প মূলত তিনটি ক্যারেক্টারঃ জনি, জনির বন্ধু মার্ক ও জনির প্রেমিকা লিসাকে নিয়ে গড়ে উঠেছে। যেখানে লিসা জনির প্রেমিকা হওয়া সত্ত্বেও তার বেস্ট ফ্রেন্ড মার্কের সাথে সম্পর্ক গড়ে তোলে।
মজার তথ্য হচ্ছে এই সিনেমার পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং মূল অভিনেতা হচ্ছে টমি ওয়াইজো (জনি) নামক একই ব্যাক্তি। টমি ওয়াইজো মূলত ত্রিভুজ প্রেমের গল্পে ট্রাজেডিক সিনেমা নির্মাণ করতে চেয়েছিল কিন্তু সিনেমার অভিনয়, গল্প থেকে শুরু করে অন্যান্য বিষয় এত হাস্যকর ভাবে উপস্থাপন করা হয়েছে যে ইতিহাসের অন্যতম বাজে সিনেমার তালিকাভুক্ত হয়ে রোমান্স জনরা থেকে কমেডি জনরায় পরিনত হয়েছে। তবে সিনেমাটি এতই বাজে যে তা উপভোগ্য হয়ে উঠেছে, ফ্যানবেইজ রয়েছে, the "best" of bad movies। সিনেমাটি দীর্ঘ ১৪ বছর ধরে বিভিন্ন সিনেমাহলে প্রদর্শিত হয়েছে, কাপলদের জন্য নিয়মিত লিমিটেড স্ক্রিনিং আয়োজন করা হয়েছে, দেশের বাহিরেও সিনেমাটির শো দেখানো হয়েছে এবং তা ধীরেধীরে কাল্ট ফিল্মে পরিনত হয়েছে।



আরেকটি মজাদার তথ্য হচ্ছে "দ্য রুম" এর পরিচালক-প্রযোজক-অভিনেতা ছিলেন টমি ওয়াইজো এবং "দ্য ডিজেস্টার আর্টিস্ট" সিনেমায় টমি ওয়াইজোর চরিত্রে অভিনয় করেছেন জেমস ফ্রাংকো। অভিনয়ের পাশাপাশি জেমস ফ্রাংকো এই সিনেমার পরিচালক ও সহ-প্রযোজকও।
জেমস ফ্রাংকো মূলত ২০১৩ সালের টমি ওয়াইজোর বন্ধু গ্রেগ সেস্টেরো (সে "দ্যা রুম" সিনেমার মার্ক চরিত্রে অভিনয় করেছিল) লিখা "The Disaster Artist: My Life Inside The Room, the Greatest Bad Movie Ever Made" বইটি পড়ার পর এই সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করে। এবং ফ্রাংকোর দীর্ঘদিনের বন্ধু সেথ রোগানের সাথে আলোচনা করে নিজেরা অর্থলগ্নি করে সবশেষে টমি ওয়াইজোর অনুমতি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করে।

The Disaster Artist (2017)
Director: James Franco
Genre: Biography, Comedy, Drama
Screenplay: Scott Neustadter & Michael H. Weber
Stars: James Franco, Dave Franco, Ari Graynor, Seth Rogen
#IMDb Rating: 7.4/10 - ‎117,450 votes
#Rotten_Tomatoes: 91% - ‎330 reviews
#National_Board_of_Review: one of the top-10 films of 2017
#oscar_Nomination: one
#Golden_Globe_Awards Nomination: Two Nomination, one won.

দ্যা ডিজেস্টার আর্টিস্টের গল্পঃ ১৯৯৭ সালে গ্রেগ সেস্টারো(ডেভ ফ্রাংকো) এক এক্টিং ক্লাসে টমি ওয়াইজোর(জেমস ফ্রাংকো) সাথে পরিচয় হয় এবং ধীরেধীরে দুজনের মধ্যে ভাল বন্ধুত্ব গড়ে উঠে। দুজনের স্বপ্ন ছিল হলিউডের সিনেমায় কাজ করার। কিন্তু বিভিন্ন জায়গায় রিজেক্ট হওয়ার পরে টমি ওয়াইজো গ্রেগকে নিয়ে নিজেই সিনেমার নির্মাণের সিদ্ধান্ত নেয়। নিজেদের স্ট্রাগল, বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনা ও সম্পর্কের টানাপোড়ন এর মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।

তবে উপরোক্ত আলোচনা দেখে আপাতত মনে হতে পারে "একটি বাজে সিনেমাকে বিদ্রূপ করে আরেকটি প্যারোডি সিনেমা নির্মাণ" কিন্তু তা নয়, ডিজেস্টার আর্টিস্ট তারচেয়েও বেশি কিছু! শুধুমাত্র নেতিবাচক দিক নিয়ে সীমাবদ্ধ না থেকে হিউমার ব্যবহারের পাশাপাশি অন্যান্য হৃদয়স্পর্শী ঘটনা উঠে এসেছে এই সিনেমায়।
জেমস ফ্রাংকো তার এক ইন্টার্ভিউতে বলেছিল, "শুধু হাসিঠাট্টা করার জন্য আমি এই সিনেমা নির্মাণ করিনি, ঝুঁকি নিয়ে অর্থলগ্নি করিনি। আমি প্রথমে যখন বইটি পড়ি তখন মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হওয়ার কারন ছিল একটি বাজে চলচ্চিত্র নির্মাণের পেছনে বা পেছনের মানুষের গল্পগুলো এত চমৎকার ও অনুপ্রেরণামূলক হতে পারে তা কখনো কল্পনা করিনি!"

দ্য ডিজেস্টার আর্টিস্ট দেখার পরে ব্যাক্তিগতভাবে আমিও জেমস ফ্রাংকোর কথায় সহমত পোষণ করছি। টমি ওয়াইজো একটি বাজে সিনেমা নির্মাণ করেছে ঠিকই কিন্তু হাজারো মানুষের মতো সিনেমায় কাজ করার স্বপ্ন, নির্মাণের পেছনে তার প্রবল ইচ্ছাশক্তি, সিনেমার প্রতি প্যাশন, ডেডিকেশন এবং বন্ধুত্বের দারুণ নিদর্শন আপনাকে তার প্রতি সহানুভূতিশীল করে তুলবে। হ্যা মূল ধারার চেয়ে অন্যভাবে সে বিখ্যাত হয়েছে হয়তো কিন্তু অন্যান্য শিল্পীদের মতোই তাকে শ্রম দিতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, বারংবার প্রত্যাখ্যান হতে হয়েছে, বিভিন্নজনের কাছে শোনতে হয়েছে "তোমাকে দিয়ে হবেনা"! অন্যভাবে যশ-খ্যাতি পেলেও টমি সেই খ্যাতি গ্রহন করেছে, বিভিন্ন দেশে গিয়ে ফ্যানদের অটোগ্রাফ দিয়েছে, মজার আলোচনায় অংশগ্রহণ করেছে, তাকে নিয়ে সিনেমা নির্মাণের অনুমতি দিয়েছে। পুরো পৃথিবীর সামনে নিজের হাস্যকর ঘটনাগুলো উপস্থাপন করার অনুমতি দিতেও সাহসী হওয়া লাগে।



অস্কার নমিনেটেড ও গোল্ডেন গ্লোব জয়ী অভিনেতা জেমস ফ্রাংকোকে আমরা সাধারণত 127 Hours, Rise of the Planet of the Apes, Pineapple Express, The Interview অথবা স্পাইডারম্যান সিনেমায় স্পাইডারম্যানের বন্ধু চরিত্রে চিনলেও এই সিনেমায় নতুন এক ফ্রাংকোকে আবিষ্কার করবো। নিঃসন্দেহে ফ্রাংকোর সেরা কাজ। দ্য রুম সিনেমার টমি ওয়াইজোকে দেখে দ্যা ডিজেস্টার আর্টিস্টে টম ওয়াইজো চরিত্রে জেমস ফ্রাংকোর অভিনয় দেখলে যে কেও মুগ্ধ হতে বাধ্য। তাছাড়া একবার ভাবুন, আপনি একটি সিনেমার(দ্য ডিজেস্টার আর্টিস্ট) পরিচালনা করছেন যেখানে আপনি অভিনেতা ও অভিনয় করছেন এমন একজন অভিনেতা ও পরিচালকের (টমি ওয়াইজো) চরিত্রে যে কিনা আবার সিনেমায়(দ্য রুম) আরেকটি চরিত্রে(জনি) অভিনয় করেছে।
অবশ্যই কঠিন ও চ্যালেঞ্জিং একটি কাজ। এবং এই শ্রমের ফলাফল সে পেয়েছেও, গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছে।তাছাড়া টমি ওয়াইজোর বন্ধুর চরিত্রে জেমস ফ্রাংকোর ভাই ডেভ ফ্রাংকোও দারুণ কাজ করেছেন।
টমি ও গ্রেগের বন্ধুত্ব পর্দায় তুলে ধরতে নিজেকে টমি ও নিজের আপন ভাইকে গ্রগ চরিত্রে কাস্ট করাও বুদ্ধিমত্তার কাজ ছিল। আরি গ্রাইনর, সেথ রোগান, এলিসব ব্রি ও জ্যাক আফ্রোনও ঠিকঠাক ছিল। ছিল বিভিন্ন সেলিব্রেটিদের ক্যামিও। আসলে জেমস ফ্রাংকোর মন মুগ্ধকর পারফর্মেন্সের কারনে অন্যদের নিয়ে আলোচনা করার সুযোগও নেই।



অভিনেতার পাশাপাশি জেমস ফ্রাংকোর পরিচালনাও অনবদ্য ছিল, সে ক্ষেত্রে তার স্ক্রিপ্ট সুপারভাইজারকেও ক্রেডিট দেয়া প্রয়োজন। তবে ডিরেক্টর অফ ফটোগ্রাফি ও বিশেষভাবে আর্ট ডিরেক্টরের প্রশংসা করা উচিত, দ্য রুম সিনেমার অনেক গুলো দৃশ্য এই সিনেমার জন্য রিক্রিয়েট করতে হয়েছে। এবং সেট ডিজাইন এতই নিখুঁত ছিল যে কোনটা আসল আর কোনটা নতুন করে তৈরি করা তা বুঝা কষ্টকর হয়ে যাবে। এক কথায় "দ্যা ডিজেস্টার আর্টিস্টের পুরো টিমই প্রশংসার দাবীদার।



পরিশেষে বলব সিনেমাটি বেশ উপভোগ্য একটি মানসম্মত সিনেমা। একটি উদ্ভট সিনেমার নির্মাণের পেছনের গল্প নিয়ে সেরা সিনেমা নির্মাণ।
দ্যা রুম ও দ্য ডিজেস্টার আর্টিস্ট সিনেমার জনপ্রিয় কিছু হিলেরিয়াস ডায়লগ/উক্তিঃ

*I did not hit her. It's not true. It's bullshit! I did not hit her. I did not.
Oh, hi Mark.

*Leave your stupid comments in your pocket!

* You are tearing me apart Lisa!

* Denny, two's great, but three's a crowd.

*What a story, Mark.

*you're just a little chicken. Cheep Cheep Cheep Cheep Cheep Cheep Cheep Cheep Cheep

*How is your sex life?

* This is a great party, you invited all my friends, good thinking.

* I'm tired, I'm wasted, I love you darling.

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুভিটা আসলে সত্যি বলতে অনুপ্রেরণার। কৌতুকের মাধ্যমে বাস্তবতা বুঝানো হয়েছে।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

হাবিব রহমানন বলেছেন: নিঃসন্দেহে

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: দ্যা রুম, আর দ্যা ডিজেস্টার আর্টিস্ট, দুটোই দেখেছি। দুটোই দারুণ বিনোদন দিয়েছে।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

হাবিব রহমানন বলেছেন: সামুতে ফিরে অনেকদিন পর আপনার কমেন্ট দেখে ভালো লাগলো।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুটো ছবিই দেখবো। রিভিউ পড়ে আগ্রহ সৃষ্টি হলো।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

হাবিব রহমানন বলেছেন: দ্য রুম আগে দেখে নিবেন, তারপর ডিজেস্টার আর্টিস্ট। হতাশ হবেন না আশা করি

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখিনি।
ইনশাল্লাহ আজ রাতেই দেখব।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

হাবিব রহমানন বলেছেন: দেখা জানাবেন কেমন লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.