|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কেন এমনি করে আসো ফিরে, তুমি বারে বারে,
আড়ালে থেকে এমন লুকোচুরে।
প্রেম মানে কি ধরা না দেওয়া, কিছু না পাওয়া?? 
জীবনের জানালায় শুধু ধমকা হাওয়া??
চাই আমি সামনে একবার তুমি, এসে দাঁড়াও ভালবেসে,
হাত দুটি একটু নির্লজ্জ হয়ে আমায় যাক নিয়ে ভেসে।
এভাবে চাই কাটুক কিছু সময় ঘড়ির কাটা ভুলে,
ঢেকে যাক মুখ বাতাসে উড়া তোমার কালো চুলে।
প্রেম তুমি সামনে আসো, ছেড়ে লুকোচুরি, 
প্রেম মানে নয় চুপিচাপি বরং একটু বাড়াবাড়ি।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.