নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

বালিকা আমায় প্রেম শেখায় নি

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩০

অতশত বুঝি নি আমি, বুঝেছিলাম বালিকার দুটি চোখ,
কাজল দিয়ে আড় চোখে দেখানো কোন পথের হদিস।
বুঝেছিলাম বালিকার মুখের ঠোঁট,
লাল ঠোঁটে লালসার ইশারা।
বুঝেছিলাম বালিকার দুটি হাত,
কাঁকনের ঝনঝনানি কিছু বাক্যের সুর।
বুঝেছিলাম বালিকার দুটি পা,
আলতা রাঙ্গা কিছু গোপন পথের চিহ্ন।
আমি হেঁটে গেছি সে গোপন চিহ্নের পথ ধরে,
আমার কাজল চোখ ভাল লেগেছে,
আমার লাল ঠোঁট ভাল লেগেছে,
ভাল লেগেছে কাঁকনের সুর, আলতা পায়ে আঁকা চিহ্ন।
ভাল লাগে নি বালিকার কামনা চোখে প্রেমের ভিক্ষা,
বালিকা আমায় লালসা দেখিয়েছে, কই আমায় প্রেম ত শেখায় নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.