|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বৃষ্টি ঝরা আকাশ কে কখনো প্রশ্ন করি নি,
কিসের এত দুঃখ তোমার, কেন কাঁদো???
কারণ আমি জানতাম, বৃষ্টির জন্ম হয়েছে ঝরে পরার জন্য।
মেঘে ঢাকা আকাশ কে কখনো প্রশ্ন করি নি,
কেন ডাকো তুমি?? কেন ভাসো??
কারণ আমি জানতাম তার কাজ ই হলো ডাকা, ভেসে চলা।
পাখি কে প্রশ্ন করি নি, কেন সে বনে থাকে ,বনে বৃক্ষে কে আছে ওর, কি দরকার এমন জঙ্গলে ধুকে মরার??
কারণ আমি জানতাম, তার সহজাত সেটা, চাইলেই পাল্টাবে না।
নদী কে প্রশ্ন করি নি, কেন সে বয়ে চলে, কার জন্য ছুটে চলে??
কিংবা চাঁদ কে কোনদিন প্রশ্ন করিনি, তুমি কেন অল্প সময়ে সবার?? কেন তুমি কারো একার নয়??
কারণ আমি জানতাম এটা ওর ধর্ম।
আমি তোমাকেও কোন প্রশ্ন করি নি, বড় শখ করে চাঁদ ডেকে ছিলাম,
জানতাম না, তোমার ধর্মও চাঁদের মতো সবার হয়ে যাবে, আমার একার নয়।
তাহলে আগেই প্রশ্ন করতাম তোমার ধর্ম কি???
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৩ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৮
১৩ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৮
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ আপনাকে :-)
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:২১
১৩ ই জুলাই, ২০১৬  সন্ধ্যা  ৭:২১
দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল………ভাল হয়েছে