|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুমি ডানা ঝাপটালে আমি খাঁচা খুলে দিলাম,
তুমি উড়ে চলে গেলে।  
অনিশ্চিত হিসাবের অংক টাকে একবার মিলিয়ে দেখলে না,
ভালবাসায় কে কত অপারগ ছিলাম।
কার কত ভুল ছিল, কে কত দিয়ে গেলো, কে কত নিয়ে গেলো।
শূন্য খাঁচার ঘরে দেহে বিরহ তাপে যে বিষফোঁড়া উঠেছে-
তুমি প্রেমের নামে সে বিষফোঁড়া শুধু গলিয়ে গেলে,
একবার আঙ্গুল ছুঁইয়ে দেখে গেলে না কতটা সেফটিক হয়েছে ক্ষতে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.