নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

নামহীন রাস্তা

২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৭

নামহীন রাস্তায় না ছুটে, এসো একাকীত্ব এই বুকে,
কিছুটা ক্ষণ ঘুমাই দুনিয়াবি সুখ ভুলে।
অনেক জেগেছি রাত, এ কাঁত হতে ও কাঁত,
এসেছে ভোর, পাখির স্বরে সুর তবু ঘুমাই নি কত রাত।
আজ চলো একটু ঘুমিয়ে নেই পৃথিবীর সব জঞ্জা ভুলে,
এক যুগ কেটেছে আমার না ঘুমিয়ে তোমার প্রতিক্ষার কালে।
এই তুমি কেমন হবে, এই ভেবে, সময় গিয়েছে আমার চলে,
একুশ আমার কবেই গিয়েছে, আজ শরীর বয়সের ভারে দুলে।
তবু তুমি নামহীন রাস্তায় দৌঁড়াচ্ছ-
পথের কিনারেই আমি দাঁড়িয়ে, একখানা ঘর নিয়ে,
তোমার চোখে ধূলা পরেছে, দেখতে পাও না তাই চেয়ে।
স্মৃতি আমায় আকঁড়ে ধরেছে, হৃদয়ে হাহাকার,
পথিক আমি তৃষ্ণার্ত বুকে আশায় আছি কবেকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.