![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানেই শেষ নয়, মাত্র শুরু হয়েছে হাজার বছরের এক ইতিহাস,
দেখা-অদেখার কত শত গল্প, আহ্লাদ, রাগ, ভালবাসা অনেককিছু।
মাত্র শুরু হয়েছে, কোন এক উপন্যাসের প্রথম বাক্যের লাইন,
আমরা ইতিহাস হবো, এই ভেবে লিখতে বসেছেন কত ঐতিহাসিকরা,
কলমের কালি শেষ হয়ে যাবে ভেবে কম্পোজার নিয়ে বসেছেন কম্পিউটার,
শুধু লিখার জন্য এই প্রেমের অমর ইতিহাস।
এ প্রেমে রাগ হবে ঝগড়া হবে, আদর হবে ভালবাসা হবে,
পাওয়া হবে আবার না পাওয়ার বেদনায় কষ্ট হবে।
প্রতিক্ষা থাকবে, কাছে আসা থাকবে,
থাকবে নিষ্ঠুরতা, বিচ্ছেদের চোখের জল।
কবিরা লিখতে বসবেন কবিতা,
গীতিকার রা গানের লিরিক, সুরকার রা সুর আর চিত্রশিল্পরা রংতুলি নিয়ে।
প্রেস রিপোর্টার রা ভিড় করবে, সাংবাদিক রা এসে প্রশ্ন ছুড়বে।
এই প্রেমের ইতিহাসে সাক্ষী হতে ছুটে আসবে আরও নব প্রেমিক-প্রেমিকার জুটি,
ভালবাসার উদাহরণে উঠে আসবে এই প্রেমের নাম প্রথমেই,
এসবের এখানেই শেষ নয়, মাত্র শুরু হবে, তারপর আরও অনেককিছু হবে,
মনে রেখো এই প্রেম হাজার বছরের এক ইতিহাস।
©somewhere in net ltd.