|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভালবাসা জানে, আমি তোমাকে কত ভালবেসেছিলাম,
এক অশ্রুসিক্ত চোখ জানে,আমি তোমাকে কত দেখেছিলাম,
পাহাড়ি ঝর্ণা জানে, আমি তোমার উপর কেমন ঘেঁসে পরেছিলাম,
নিশ্বাস জানে, তোমায় ভেবে কয়টা প্রশ্বাস ফেলেছিলাম।
বৃক্ষ জানে, আমি কতটা ছায়া হয়ে ছিলাম,
আকাশ জানে, আমি তোমার কতটা বিশালতা ছিলাম।
গলা জানে, আমি তোমার জন্য কতটা তৃষ্ণার্ত  ছিলাম,
হৃদয় জানে, সেখানে তোমার জন্য কতটা জায়গা রেখেছিলাম,
শুধু তুমি জানলে না, তুমি আমার কি ছিলে।
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০২|  ২১ শে জুলাই, ২০১৬  রাত ১:১১
২১ শে জুলাই, ২০১৬  রাত ১:১১
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ সাথে থাকুন
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৬  রাত ১২:১৫
২১ শে জুলাই, ২০১৬  রাত ১২:১৫
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: অপ্রকাশিত থাকে অনেক কথা। ভাললাগা রেখে গেলাম। শুভ কামনা রইল।