নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

বারংবার ধর্ষন

২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:২২

এক প্রাপ্ত বয়স্ক ছেলে মধ্য দুপুরে পাটগাছের জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ পাটগাছের মধ্যে এক এক ১৯ বছরের মেয়ে অজ্ঞান হয়ে পরে আছে নগ্ন অবস্থায়। মেয়েটির গায়ে রক্ত লেগে আছে। হে পাঠক রা আপনারা যেটা ভাবছেন ছেলেটি ও সেটা ভাবছে মানে মেয়েটি ধর্ষিত হয়েছে। সে ভালভাবে লক্ষ্য করলো মেয়েটি অজ্ঞান হয়ে পরে আছে। প্রথমে ছেলেটি মানুষ জন কে ডাকতে চায়। কারণ ওই জঙ্গলে মানুষ খুব কম চলাফেরা করে। জঙ্গলের বাইরে এসে দেখে কোন মানুষ নেই। ও ভালভাবে মেয়েটির দিকে লক্ষ্য করলো। মেয়েটির নগ্ন শরীর এবার ছেলেটির ও মনে ধরছে। লোভ সামলাতে পারলো না। মেয়েটি ও অজ্ঞান। কে কার দেখছে। চললো আরেক বার ধর্ষণ। এই ছেলেটি ই ধর্ষণ করার পর এবার সবাই কে খবর দিল। গ্রামের সবাই ছুটে এলো। মেয়েটির জন্য সবাই দুঃখ প্রকাশ করছে নগ্ন শরীর টির দিকে চেয়ে চেয়ে। কেউ মেয়েটির গায়ে কাপর তুলে দিচ্ছে না। বাপ রে পুলিশ কেইস। যদি আমাকে সাক্ষি দিতে বলে। ঝামেলায় পরে লাভ নাই। হে এটা হল তৃতীয় ধর্ষণ। মেয়েটির নগ্ন শরীরের ফটো তুলে গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্রেকিং নিউজ দেওয়া হল "অমুক গ্রামের তমুক মিয়ার মেয়েকে একটি পাট গাছের ভিতর কেউ ধষর্ণ করে ফেলে রেখে দিয়ে গেছে"। সবাই বিক্ষুবে ফেটে পরলো মেয়েটির নগ্ন শরীর গণমাধ্যমে প্রচার হল। কি মনে করছেন এই নগ্ন শরীর প্রচার করায় সে কি আরেকবার ধর্ষণ হয় নি??? হে এবার হল ওই মেয়েটির উপর ৪র্থ বার ধর্ষণ। তারপর মেয়েটিকে নিয়ে যাওয়া হল ডাক্তারের কাছে ফরেনসিক রিপোর্ট পাওয়ার জন্য। সেখানে ডাক্তার যে কায়দায় একজন ধর্ষিতার পরিক্ষা করে সেটা ৫ম বার ধর্ষণ। তারপর পুলিশের কাছে মামলা করার পর আদালতে যেভাবে জিজ্ঞাসা করা হয় সেটা কথার মাধ্যমে ৬ষ্ঠ বার ধর্ষণ। সেখান থেকে যখন সে বাড়ি চলে আসে। যখন সে রাস্তায় চলাফেরা করে তখন লোকজন ওকে যে চোখে দেখে সেটা ৭ম বার বিবেকের মাধ্যমে ধর্ষণ। আর শেষে এই অপমান সহ্য করতে না পেরে হয় মেয়েটি আত্মহত্যা বা ঘরে একা দিন কাটায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



মাথায় বুদ্ধি কম হলে প্লটের অভাব হয় না।

২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১:০১

হাবিব শুভ বলেছেন: প্লট ভাল না লাগলে দূরে থাকুন।।।। সমালোচনা ভাল কিন্তু কটাক্ষপাত ভাল না। প্লটে খারাপ কি দেখলেন?? যা সত্যি তাই বলেছি

৩| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫২

নবিন ব্লগার বলেছেন: হুম রাইট

২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.