![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছি ভালই আছো, খাচ্ছ-দাচ্ছ, আরাম করেও ঘুমাচ্ছ,
নিয়ম করে কাজ করছো, হাসছো, গাইছো,
রবীন্দ্রসংগীতে নাকি আগের চেয়ে ভাল করছো,
মাঝেমাঝে নাচ ও প্রেক্টিস করছো,
বেশ আছো শুনেছি।
অনেক টা নাকি বদলে গেছো,
সেলুয়ার-কামিজের বদলে শাড়ি, চোখে নাকি আবার চশমাও,
ঠিক সেরকম যেমন টা সেজেছিলে রবীন্দ্র জয়ন্তীতে কলেজ অডিটোরিয়ামে,
বেশ দারুণ লাগছিল গো তোমায়,
এখন বুঝি সে দারুণ সাজ টা তুমি রোজ সাজো??
আমি আর কি করবো, কলেজ টা পাশ করেছি অনেক আগে,
ছোট্ট একটা চাকরি নিয়েছি, ছোট্ট চাকরির ছোট্ট বেতন।
চুলগুলো পাক ধরেছে, সংসার হয় নি আর,
কে ভেবেছিল সময় টা এত সকাল হয়ে যাবে পার।
তুমি নাকি বেশ সংসারী হয়েছো, এক হাতে সামাল দও সব,
কত অবুজ ছিলে তুমি, সেই অবুজ থেকে আজ কর্তী।
ভালই আছো তুমি, আমিও আছি ভাল, খারাপ না চলে যাচ্ছে সময়,
তোমাকে দেবার জন্য একটা জিনিশ রেখেছিলাম,
তোমারই জিনিশ, ভুলে হারিয়েছিলে, না হারাও নি, আমি নিয়েছিলাম,
বড় স্বাদ করে নিয়েছিলাম,
রেখেছিলাম যত্নে, আজ দিয়ে দিলাম।
তোমার মন থেকে খসে পড়া এক টুকরো উষ্ণ ভালবাসা,
আজ বড়ই শীতল হয়ে গেছে, নিষ্প্রভ, নিথর, মৃত।
©somewhere in net ltd.