|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সে সামনে এসে দাঁরালো,
বলল আমাকে মুক্তি দাও,
আমি বললাম শুধু এইটুকুই চাও???
কেন??
অনেক কিছুই ত আমি তোমাকে দিব বলে
ভেবেছি।।
আমি মেঘ দেখেছি আকাশে,
তাদের বলেছি এক ফোটা বৃষ্টি আমাকে
ধার দিতে,
তোমার তৃষ্ণায় ক্লান্ত মন ভিজিয়ে
দিতে,
আর তুমি বললে তোমাকে মুক্তি দিতে??
আমি অনেকটা পথ হেঁটে দুর্গম রাস্তা
বেয়ে পাহাড়ের চূড়ায় উঠেছি,
আমি সেখানে ঝর্ণা খুঁজেছি,
তাদের কাছ থেকে কিছু বরফ জল ধার
এনেছি,
তোমার পিপাসা সিক্ত করতে,
আর তুমি চাইলে মুক্তি দিতে??
আমি অমাবস্যার প্রহর শেষে জ্যোস্নার
দেখা পেয়েছি,
আমি তাকে অনুরোধ করেছি,
বলেছি তোমাকে আলো দিতে,
আর তুমি চাইলে মুক্তি দিতে??
আমি রঙ্গন কাননে গিয়েছিলাম,
কাঁটা ভরা ডাল থেকে একটি গোলাপ
এনেছিলাম,
তোমায় সাজিয়ে দিতে,
আর তুমি বললে মুক্তি দিতে???
তবে তাই হোক,
তোমার চাওয়াতেই যে আমার সব সুখ,
যাও মুক্তি দিলাম,
চিরতরে চলে গেলাম।।
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে জুলাই, ২০১৬  রাত ১০:০৭
২৪ শে জুলাই, ২০১৬  রাত ১০:০৭
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :-)
২|  ২২ শে জুলাই, ২০১৬  রাত ৮:৫৪
২২ শে জুলাই, ২০১৬  রাত ৮:৫৪
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ আপনাকে  
৩|  ২২ শে জুলাই, ২০১৬  রাত ৯:২৩
২২ শে জুলাই, ২০১৬  রাত ৯:২৩
একান্ত আমি (আর জে) বলেছেন: সুন্দর
  ২৪ শে জুলাই, ২০১৬  রাত ১০:০৮
২৪ শে জুলাই, ২০১৬  রাত ১০:০৮
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :-)
৪|  ২২ শে জুলাই, ২০১৬  রাত ১০:৫৬
২২ শে জুলাই, ২০১৬  রাত ১০:৫৬
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ # একান্ত আমি
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৬  রাত ৮:৪২
২২ শে জুলাই, ২০১৬  রাত ৮:৪২
মুমু পাখি বলেছেন: সুন্দর কবিত। ভালো হয়েছে।