![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল বড্ড বেশি ইচ্ছে হয় একটি চড়ুই পাখি পুষতে,
খাঁচায় নয় হাতের তালুতে মাথায় করে।
শুনেছি চড়ুই পাখি গুলো খুব মিশুকে হয়,
ওদের কোথাও জায়গা হয় না,
এ ঘর থেকে ও ঘরে,
জানালার ফাঁকে ভেন্টিলেটরের ভিতর বাসা বাধে,
সারাদিন কিচিরমিচির করে বলে ওদের সবাই তাড়িয়েও দেয়।
এর আগে আমি একটি একটি করে টিয়া ময়না পুষেছিলাম,
উড়াল দিয়েছে,
আমি খাঁচা খুলে একটু দানাপানির ব্যবস্থা করতে গিয়েছিলাম,
আর এই সুযোগেই ওরা উড়াল দিয়েছে।
অবুঝ প্রানী বুঝলো না আমি যে তার জন্যই খাবার আনতে গিয়েছিলাম।
অনেক দিন আমি ওদের জন্য অপেক্ষা করলাম,
ওরা আসলো না,
হয়তো পুষা প্রাণী ছিল বলেই এত অপেক্ষা করেছিলাম,
কিন্তু ফিরে আর আসলো না।
চড়ুই পাখি গুলো যেন খুব নিষ্পাপ,
এমনি তে ধরা দেয় না,
কিন্তু একবার হাতের তালুর স্পর্শ পেলেই কেমন যেন ওর জীবনের সব ভার দিয়ে দেয়,
বাঁচলেও তুমি মরলে ও তুমি।
তাই এবার আমি একটি চড়ুইপাখি ই পুষবো,
ওর থাকার জায়গায় ও হলো-
আর আমার ও একটি সঙ্গি হলো।
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৩
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :-)
২| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ # shorno Lota
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৮
SwornoLota বলেছেন: ভারি সুন্দর!
ভালো লেগেছে অনেক।