![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে আমি একটু বুঝতে চাই,
এই যে কথা বলছো, তোমার কি কোন অস্বস্তি হচ্ছে???
আচ্ছা আমার সাথে যখন কথা বলো-
তখন কি তোমার বুক ধুকধুক করে??
হাত-পা কাঁপে?? কপাল ঘামে??
যখন তুমি আমার পাশে থাকো-
তখন কি তোমার অন্যরকম কিছু অনুভূতি হয়??
হার্টের পার্লস কি বেড়ে যায়??
তুমি কি তখন তোমার মধ্যে থাকো??
নাকি সব সঁপে দাও আমাকে??
যখন তুমি ঘুমাতে যাও-
তখন কি আমার অস্তিত্ব টের পাও??
কোন এক পাশে আমি তোমার খাটে শুয়ে আছি,
আচ্ছা তুমি কিসের স্বপ্ন দেখো??
একটা ছেলে তোমাকে ছুঁয়ে দিচ্ছে??
খোপা চুল, যত্ন করে করা বেণী চুল গুলো এলোমেলো করে দিচ্ছে ??
কপালের টিপ সরিয়ে দিচ্ছে?? চোখের কাজল মুছে দিচ্ছে কেউ??
আচ্ছা এই ছেলে টা কি আমি??
যখন ভোর হয় তখন স্নিগ্ধ বাতাসে-
চোখ মেলে তোমার কাকে দেখতে ইচ্ছে হয়??
কিংবা হলদে বিকেলে রংধনু শাড়ি পড়ে কার আঙ্গুল ধরে হাঁটতে মন চায়??
সে কি আমি?? না কি অন্যকেউ??
বলো অতীন্দ্রিয়া বলো,
আমি সেসব জানতে চাই,
আমি তোমাকে তোমার মত করে একটু বুঝতে চাই।।
২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :-)
২| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমিও বুঝতে চাই।
২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
হাবিব শুভ বলেছেন: :-)
৩| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :-)
৪| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০২
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা।
২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭
নবিন ব্লগার বলেছেন: বাহ খুব রোমান্টিক