নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

"কিছু স্বপ্ন মধুর হয়"

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫১

গভীর রাত। আমি তখন ঘুমে আচ্ছন্ন।
হঠাৎ কানের কাছে ঝুনঝুন ঝুনঝুন চুড়ির আওয়াজ। চোখ খুলে দেখলাম শশী কানের কাছে চুড়ির আওয়াজ দিয়ে আমার ঘুম ভাঙ্গাচ্ছে। আমি বললাম এত রাতে তুমি??

শশীঃ- এত কথা বলার সময় আমার কাছে নেই। বাইরে চাঁদের জ্যোৎস্না ঝিকিমিকি করছে। ওমন গাধার মত কি কেউ ঘুমোয়??

আমিঃ- অহ! তাহলে আমার গায়ে ধাক্কা দিলে না কেন?? তাহলেই ত উঠে যেতাম।

শশীঃ- জ্যোৎস্না দেখার জন্য ধাক্কা দিয়ে তুললে জ্যোৎস্না দেখার আনন্দ টা পেতাম না। মনে ভয় কাজ করতো।
চলো দুজনে জ্যোৎস্না দেখি।

আমিঃ- হে দেখবো কিন্তু তুমি কিভাবে এখানে এলে,
শশী অনেকক্ষণ আমার দিকে তাকানোর পর বললো,
জ্যোৎস্না দেখাতেউ এত জবাবদিহিতা??
আচ্ছা আমি চললাম।
না শশী তুমি যেও না,
শশী যেও না,
যেও না।।
শশী বলে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলাম মধ্যরাতে,
আমার চোখমুখ ভয়ে লাল গেছে। স্বপ্নে এমন ভয় পেয়ে। তারপর আর ঘুম লাগছিল না। জানালা খুলে দেখি সত্যি ই বাইরে খুব সুন্দর জ্যোৎস্না। আমি জ্যোৎস্না দেখতে ব্যালকনিতে গেলাম। কিন্তু আমার মন বসছিলো না এমন করে ভয় পেয়ে উঠার জন্য। শশী আমায় স্বপ্নে সত্যি ই বলেছিলো। ভয় পেলে জ্যোৎস্না দেখে আনন্দে হয় না। তাই রুমে চলে গেলাম।
মোবাইল টা হাতে নিয়ে শশীর নাম্বারে ফোন দেয়ার নাম্বার বের করলাম। আর ফোন দেই নি। পাগলিটা হয়তো ঘুমিয়ে আছে। তারপর ঘুম না লাগা স্বত্তেও বিছানায় গিয়ে চোখ বন্ধ করলাম। কখন যে ঘুম লেগে গিয়েছিল আর টের ই পাই নি।।
.......... ( ঘটনা কাল্পনিক)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:১৯

মহা সমন্বয় বলেছেন: অনেক দিন ধরে মধুর স্বপ্ন দেখি না।
আপনার মধুর স্বপ্ন সত্যি হউক।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩২

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই :-)

২| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:১৪

অরুনি মায়া অনু বলেছেন: কাল্পনিক হলেও পড়ে বেশ ভাল লাগল

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৩

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.