নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

"যেন সায়াহ্নে দাঁড়িয়ে আমি"

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:০১

ইদানীং বুকে বড্ড বেশি ব্যথা হয়,
বুকের ভিতর হামাগুরি দিয়ে কে যেন চলে যাচ্ছে,
আমার ডান অলিন্দ থেকে বাম অলিন্দ পিষ্ট করে,
রক্তনালী থেকে শিরা উপশিরা ছেদ করে।
কে যেন একটা বিচ্ছেদের হুঙ্কার দিয়ে বলছে,
ভালবাসি না আর ভালবাসি না।।
.
হার্টবিটের প্রতিটা স্পন্দন যেন বুকে ধকধক করে শব্দ করে বলছে,
তুই অবিশ্বাসী।।
.
আমি কান পেতে শোনার আগেই,
আমার কানে ভেসে আসছে একটি সুর,
তকে বিশ্বাস করে আমি ভুল করেছি।।
.
আমি কিছু বুঝে উঠার আগেই যেন আমার শরীরের বয়ে চলা রক্তের স্রোত বুঝিয়ে দিচ্ছে,
তুই মিথ্যেবাদী।
.
বুকের ভিতর থেকে নিশ্বাস বের হয়ে- দীর্ঘশ্বাসে শুধু যেন একটি কথাই বলছে,
তকে আমি আর চাই না।।
.
শরীরের প্রতিটা পশম যেন বিবর্ণ হয়ে আমায় জানিয়ে দিচ্ছে,
তকে আমি আর মানতে পারছি না।।
.
আমার চোখ,কান, হাত,পা প্রতিটা অঙ্গ প্রতঙ্গ যেন নিস্তেজ হয়ে বলছে,
তকে আমি আর সহ্য করতে পারছি না,
তকে আমি আর সহ্য করতে পারছি না,
যেন জীবনের এক সায়াহ্নে দাঁড়িয়ে আমি,
নিজের সবকিছুই আজ পর।।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: সাময়িক অসুবিধা ............

যাচ্ছে যাক

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

হাবিব শুভ বলেছেন: ঠিক বলেছেন ভাই

২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: এইতো আর কটাদিন। তারপর সব ঠিক।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৪

হাবিব শুভ বলেছেন: হুমম মাত্র কটা দিন। কিন্তু ভয়ংকর কিছু :-(

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ২:১৮

শুভ্র বিকেল বলেছেন: মান অভিমানে প্রেম ভালবাস গভীর হয়। সব ঠিক হয়ে যাবে।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৯

হাবিব শুভ বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.