![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমায় ভালবাসতে ও পারিনা-
আবার তোমায় উপেক্ষা করতে ও পারি না,
তোমায় মনে রাখতে ও পারি না-
আবার ভুলে যেতে ও পারি না।।
.
ভালবাসতে গেলে এই মনে হয়-
তুমি কিভাবে আমায় ঘৃণা করেছিলে,
উপেক্ষা করতে গেলে মনে হয়-
এটা আমার কেমন ভালবাসা ছিল।
মনে রাখতে গেলে বুকে আসে হাজার দুঃখ কান্না,
ভুলতে গেলে লাগে চাপাচাপা যন্ত্রণা।।
.
আমি তোমায় মানিয়ে নিতেও পারি না,
আবার আমি তোমায় মানাতেও পারি না,
তোমায় আমি সহ্য করতেও পারি না,
কেন যে আবার সহ্য না করেও পারি না।।
.
তোমায় মানিয়ে নিতে গেলে আমি নিজে জ্বলি,
আর মানাতে গেলে লাগে ভুল বুঝাবুঝি।
সহ্য করতে গেলে দুচোখ জলে ভিজে,
আর অসহ্যতে ব্যথায় বুকে টনটন বাজে।
.
আমি কাঁদতেও পারি না,
তোমায় কাঁদতে দেখতে ও পারি না,
কাদঁতে গেলে আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠে,
আর কাঁদাতে গেলে আঘাত আনে আমার ভালবাসার পিঠে।
পারি না আমি কেন জানি না,
তুমি হীনা আবার জীবন ও বুঝিনা।
©somewhere in net ltd.