|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ব্লগে আমি নতুন তেমন কিছু জানি না কিভাবে কি করতে হয়। প্রথমে ব্লগের নাম ইংরেজিতে ছিল কিন্তু হঠাৎ দেখি ব্লগের নাম ইংরেজি থেকে বাংলা হয়ে গেছে। তারপর একটু আগে আমার পোস্টের আমার কমেন্ট একজন ব্যক্তি ডিলিট দিয়ে ফেলেছেন কিন্তু আমি কিছুই জানি না। আমি দুশ্চিতায় ভুগছি। আমার ব্লগ কি হেক হয়েছে??? আমি কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমি মোবাইল থেকে প্রফাইল পিক আর ফটো আপ্লুড ও দিতে পারছি না। ফটো আপ্লুডের জায়গায় সিলেক্ট অপশনে গেলে কোন কিছু হয় না। প্লিজ আমাকে এসব জানিয়ে হেল্প করেন।
 ৭ টি
    	৭ টি    	 +০/-০
    	+০/-০  ২৯ শে জুলাই, ২০১৬  সকাল ৯:২৪
২৯ শে জুলাই, ২০১৬  সকাল ৯:২৪
হাবিব শুভ বলেছেন: আমার পোস্টের মন্তব্য অন্যকেও মুছে দিয়েছে। আর আমার নাম ইংরেজি তে ছিল এটাও অন্যকেও বাংলা নাম করে দিয়েছে। কিন্তু আমি এর কিছুই জানি না কিভাবে এসব হচ্ছে। আর পিক আপ্লুডের জন্য যে সিলেক্ট ফাইল লিখা অপশন টি থাকে সেখানে ক্লিক করলে ধরে না।
২|  ২৯ শে জুলাই, ২০১৬  রাত ১:২৭
২৯ শে জুলাই, ২০১৬  রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন: 
আপনার পোস্টে করা আপনার কমেন্ট অন্য কেহ মুছে ফেলেছেন?
নাকি, অন্যের পোস্টে করা, আপনার কমেন্ট মুছে ফেলেছেন?  
প্রথমে উপরের ২টার মাঝে একটা ঠিক করেন, বাকীটুকুর জন্য সাহায্য সম্ভব !
  ২৯ শে জুলাই, ২০১৬  সকাল ৯:২২
২৯ শে জুলাই, ২০১৬  সকাল ৯:২২
হাবিব শুভ বলেছেন: আমার পোস্টের মন্তব্য অন্যকেও মুছে দিয়েছে। আর আমার নাম ইংরেজি তে ছিল এটাও অন্যকেও বাংলা নাম করে দিয়েছে। কিন্তু আমি এর কিছুই জানি না কিভাবে এসব হচ্ছে।
৩|  ২৯ শে জুলাই, ২০১৬  সকাল ১০:১২
২৯ শে জুলাই, ২০১৬  সকাল ১০:১২
সাহসী সন্তান বলেছেন: প্রথমেই বলি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন! কারণ আপনার যে পোস্টের মন্তব্যটা মুছে ফেলা হয়েছে সেটা অন্যকোন ব্লগার নয়, বরং মডারেশন প্যানেল থেকেই মোছা হয়েছে! 
  
  
সম্ভাবত ঐ মন্তব্যটাতে আপত্তিকর কোন বিষয় থাকতে পারে, যার ফলে সেটা মুছে দেওয়া হয়েছে! কেননা আপত্তিকর বা আক্রমনাত্বক কোন কথা বার্তা সেটা হোক কোন পোস্ট অথবা মন্তব্য, ব্লগ সেটাকে এলাউ করে না! সুতরাং এটাতে আপনার টেনশনের কিছু নেই! 
দ্বিতীয়তো আপনার ব্লগ নেমকে ইংরেজি থেকে বাংলাও করা হয়েছে মডারেশন থেকে! কেননা কোন সাধারন ব্লগার ইচ্ছা করলেই তার নিক নেম পরিবর্তন করতে পারবে না! তবে মডারেটর সমীপে যদি মেইল করে তার নাম পরিবর্তনর জন্য রিকোয়েস্ট করা হয়, শুধুমাত্র তখনই তার নামকে পরিবর্তন করা হয়! এখন প্রশ্ন হলো, আপনি কি তেমন কোন মেইল ব্লগ টিমের কাছে পাঠিয়েছিলেন? 
কেননা কোন ব্লগারের ইমেইল ব্যাতিত ব্লগ কর্তৃপক্ষ উক্ত ব্লগারের কোন ব্যক্তিগত তথ্য পরিবর্তন করে না! তাছাড়া আপনার আপনার সার্বিক সমস্যার বিবরন জানিয়ে আপনি ফিডব্যাকে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- [email protected]
তৃতীয়তো মোবাইল থেকেও ব্লগ সংক্রান্ত যাবতিয় কিছুই করা যায়, তবে সেক্ষত্রে আপনি মোবাইলে যে ব্রাউজারটি ব্যবহার করবেন সেটা দিয়ে ব্লগের ডেক্সটপ ভার্সন ব্যবহার করতে হবে! তাছাড়া মোবাইল ব্রাউজার অপেরা মিনির থেকে ইউসি মিনি/ব্রাউজারটাই সর্বোত্তম হবে! এবং তখন আপনি ফটো আপলোড সহ, সব কিছুই করতে পারবেন! 
ডেক্সটপ ভার্সন আনার পদ্ধতীঃ- আপনি যদি বর্তমানে মোবাইল ভার্সনে থাকেন, তাহলে আপনি ব্লগ থেকে লগ আউট হয়ে একদম উপরে রেজিস্ট্রেশন করুন বাটমে ক্লিক দিলে আপনার ব্রাউজার মোবাইল ভার্সন থেকে ডেক্সটপ ভার্সন হয়ে যাবে! তারপর আবারও লগইন করে ব্লগিং করতে থাকুন! 
ভাল থাকবেন! হ্যাপি ব্লগিং!
৪|  ২৯ শে জুলাই, ২০১৬  সকাল ১০:৫২
২৯ শে জুলাই, ২০১৬  সকাল ১০:৫২
সাহসী সন্তান বলেছেন: পূর্বের মন্তব্যের স্কিন শর্টটা আপনাকে বোঝানোর জন্য ইউসি ব্রাউজার থেকে দেওয়ায় সম্ভাবত এমনটা হয়েছে! আমি উক্ত স্কিনশর্টটা আবারও দিচ্ছি-
  
 
আর মোবাইল ভার্সন থেকে কিভাবে ডেক্সটপ ভার্সনে নিয়ে আসতে হয় সেটা জানতে নিচের ছবি দুইটা ফলো করুনঃ-
  
  
উপরের ছবিটা হলো মোবাইল ভার্সন! এবার উক্ত রেজিস্টেশন করুন ভার্সনে ক্লিক দিলে নিচেরটার মত হয়ে যাবে! অর্থাৎ আপনি তখন ডেক্সটপ ভার্সনে চলে আসবেন! 
  
 
এবার লগইন করে ব্লগিং করুন! আর একটা কথা, সম্ভাবত আপনি যদি আপনার আইডি আর পার্সওয়ার্ড অন্য কাউকে না দিয়ে থাকেন, তাহলে আপনার আইডি হ্যাক হয় নাই! 
অফটপিকঃ- আপনার এইখানে মন্তব্য করার পর থেকে একজন আমারে জ্বালাই মারছে ক্যামনে মোবাইল ভার্সন থেকে ডেক্সটপে আনতে হয় সেটা জানার জন্য! তাই আপনার পোস্টে আমাকে আবারও আসতে হলো!
  ২৯ শে জুলাই, ২০১৬  বিকাল ৩:০০
২৯ শে জুলাই, ২০১৬  বিকাল ৩:০০
হাবিব শুভ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।। আর হে আমি নতুন করে রেজিস্ট্রেশন করলে কি আমার এই ব্লগ টা পরির্বতন হবে নাকি নতুন ব্লগ পাবো??
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৬  রাত ১:১১
২৯ শে জুলাই, ২০১৬  রাত ১:১১
অরুনি মায়া অনু বলেছেন: কেউ যদি তার পোস্ট থেকে আপনার মন্তব্য মুছে ফেলে সেটা তার ব্যাপার আপনার দুশ্চিন্তার কিছু নেই |
মোবাইল থেকেও তো ভালই ছবি আপলোড দেওয়া যাচ্ছে | কোন সমস্যাতো দেখছিনা ভাই | আপনি আবার ট্রাই করুন