![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে হেঁটেছি, ত আমি কেঁদেছি! পিছনে হেঁটেছি, ত আমি কেঁদেছি!
দাঁড়িয়েছি, ত আমি কেঁদেছি!
এক জায়গায় বসেছি, ত আমি কেঁদেছি।
কাঁদতে কাঁদতে আজ আমি কান্নাটাই ভুলতে বসেছি।
এক এক করে যখন প্রিয় জিনিশ আমার হারিয়ে যাচ্ছে,
পাশের মানুষ যখন দূরে চলে যাচ্ছে, তখন কিছু মানুষের এক প্রশ্ন-
তোমার কি কান্না পায় না ??
আমি তখন কি করে বুঝাই ওদের আমি যে কান্না ভুলে গেছি।
পাহাড়ের চূড়ায় উঠার চেষ্টা করতে গিয়ে আমি বারবার হোঁচরে পড়েছি,
তখন সবার এক প্রশ্ন-
তোমার কি কান্না পায় না ??
তখন কি করে বুঝাই ওদের আমি যে কান্না ভুলে গেছি।
কোন এক ক্ষণে ডাক পিয়ন আমায় চিঠি দিলো-
আমার প্রিয় কবুতর টি উড়ে চলে গেছে,
তখন সবার এক প্রশ্ন -
তোমার কি কান্না পায় না ??
তখন কি করে বুঝাই ওদের আমি যে কান্না ভুলে গেছি।
সকালে যখন ঘুম থেকে উঠে দেখি শখের ফুল গুলো ঝরে মরে গেছে,
তখন সবার এক প্রশ্ন-
তোমার কি কান্না পায় না??
তখন কি করে বুঝাই ওদের কেউ একজন আমায় পাথর করে দিয়েছে।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:০৩
হাবিব শুভ বলেছেন: হে ঠিক বলেছেন :-(
২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৩:৪৩
মহা সমন্বয় বলেছেন: তখন সবার এক প্রশ্ন -
তোমার কি কান্না পায় না ??
তখন কি করে বুঝাই ওদের আমি যে কান্না ভুলে গেছি।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:০৩
হাবিব শুভ বলেছেন: :-(
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৪২
অরুনি মায়া অনু বলেছেন: কষ্টে কষ্টে পাষাণ মানুষ কান্না ভুলে যায়