নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

"দুঃস্বপ্ন"

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:২৯

তোমার কথা আজ একবার মনে পড়েছে,
বহুদিন পর আজ দেখলাম মন স্থির হয়েছে।
চোখের কিনারে বিন্দু বিন্দু জলের নদ,
আমি আবার ভুলতে বসেছি তোমার বলা পদ।
জানালার কাঠ, চলার বাট্, সারি সারি গাছের ছায়া,
আবার মনে পরে গেলো সেই পুরনো দিনের মায়া।
হলুদ বিকেল, একখানা ব্রেঞ্চ, পাশাপাশি দুজনে,
আবার কিছু কথা, ভিন্ন অনুভূতি, অন্য ভুবনে।
তারপর তুমি চলে গিয়েছো দেখেছি-
তবু মনে হচ্ছে এখনো তালুবদ্ধ হয়ে আছে অন্যকারো হাত,
চোখ মেলে চাইতেই দেখলাম অশ্রুঝরা চোখে এ এক দুঃস্বপ্নের রাত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

অয়ন নাজমুল বলেছেন: গড়পড়তা

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৪৬

হাবিব শুভ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.