![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কণ্ঠ্য আজ ও প্রেমের বন্দনা গীত গায়,
আমার কণ্ঠ্য সেই দিন টার এখনো যন্ত্রণা পোহায়।
তোমার দুখানা হাত আজ অন্য কারো মুঠি ধরে বাঁচে,
আমার দুখানা হাত এখনো খালি পড়ে আছে।
তোমার দুটি চোখ আজ অন্য কাউকে দেখে,
আমার দুটি চোখ এখনো কাতর তোমার শোকে।
তোমার চুলের খোঁপায় অন্যকেউ ফুল গেঁথে দেয় সতেজ,
আমার দেওয়া ফুল গুলো আজ হয়ে গেছে নিস্তেজ।
তোমার দুখানা পা আজ হাঁটে,অন্য কাউকে নিয়ে,
আমার পা গুলো হাঁটে না, পড়ে যাওয়ার ভয়ে।
তোমার বুকে আজ হয়তো অন্যকারো ঠাঁই,
আমার বুকে ঢেউ খেলে মহানন্দা আত্রাই।।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৩
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: মোটামোটি