![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমি ইচ্ছে করেই ভুলে যাই সবকিছু,
দিন ভুলে যাই, রাত ভুলে যাই-
ভুলে যাই অমাবস্যা আর পূর্ণিমার পার্থক্যও।
মাঝে মাঝে ইচ্ছে করেই ছিঁড়ে ফেলি সবকিছু,
গাছ থেকে ফুল, ফুল থেকে পাপড়ি-
ছিঁড়ে ফেলি ডাইরির কিছু পৃষ্ঠা আর রঙ্গিন খামের চিঠিও।
মাঝে মাঝে আমি ইচ্ছে করেই হারিয়ে ফেলি সবকিছু,
চেনা পথ , বাড়ির ঠিকানা-
হারিয়ে ফেলি বোধশক্তি আর চোখের দৃষ্টিও।
মাঝে মাঝে ইচ্ছে করেই মনে করি না অনেককিছু,
পরিচিত স্মৃতি, কাছের তিথি-
মনে করে না তোমাকে আর তোমার পঞ্চন্দ্রিয়কেও।
©somewhere in net ltd.