নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

"যদি পারতাম"

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২১

যদি পারতাম মনের জন্য একটা সিন্ধুক কিনে নিতাম,
সিন্ধুকে নানানরকম থাক বানাতাম,
একটাতে দুঃখ, একটাতে স্মৃতি, একটাতে সব কল্পনা রাখতাম।
ভালবাসা কে মনেই রাখতাম,
ভালবাসা পেয়েছি কম,
আবার যে ভালবাসবো তার ও নেই দম।
.
যদি পারতাম আমি ঝড়ো বৃষ্টি হতাম,
বাইরে কিংবা ঘরে থাকো তোমায় টিকি ভিজিয়ে দিতাম,
চোখের কাজল ধুয়ে দিতাম,
হাত বাড়ালেই তোমার হাতের জল হতাম।
.
যদি পারতাম আমি আকাশ হতাম,
তোমার মাথার ছায়া হতাম,
যেদিকে যাও তাকিয়ে থাকতাম,
নীল রঙ উপহার দিতাম।
.
যদি পারতাম আমি ফুল হতাম,
তোমার বাগানে জন্ম নিতাম,
তুমি এলেই সুভাষ দিতাম,
তোমার গলায় মালা হতাম,
তোমার খোপায় গিতে থাকতাম।
.
যদি পারতাম আমি জ্যোৎস্না হতাম,
সারা রাত জেগে থাকতাম,
তাঁরা গুলো নিভিয়ে-
শুধু আমি তোমার সঙ্গী হতাম।
.
যদি পারতাম আমি অদৃশ্য হতাম,
তোমার অদেখায় তোমার সাথেই থাকতাম,
যেদিকে যাও-
লুকিয়ে লুকিয়ে তোমার সাথেই ঘুরতে যেতাম।
.
যদি পারতাম আমি হাসি হতাম,
সারাদিন তোমার মুখে আটার মত লেগে থাকতাম,
মলিন মুখে টিকি তোমায় হঠাৎ করে হাসিয়ে দিতাম।
.
যদি পারতাম আমি তোমার অলংকার হতাম,
তোমার গায়ে মিশে থাকতাম,
ক্ষণে ক্ষণেই তোমার পরশ পেতাম,
আদর করে আলতো করে আমি ও তোমায় ছোঁয়ে দিতাম।
.
যদি পারতাম আমি তোমায় ভুলে যেতাম,
দুঃখ আর নাহি পেতাম,
তোমায় আমি শান্তি দিতাম,
দূর অজানায় পাড়ি দিতাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

হাকিম৩ বলেছেন: ভালো লাগলো ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫০

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.