![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক পরের বার তোরা হাতি হয়ে জন্মাবি,
ভাত না পাস্ সুন্দর একটা নাম ত পাবি।
থাকার একটা জায়গা পাবি, সরকারের মেহমান হবি-
পরের বার তোরা ঠিক হাতি হয়ে জন্মাবি।
লোক সমাজে তোদের নাম হবে,
তোদের মানুষ দেখতে আসবে,
আদর-খাতির সব ই পাবি- যা চাস্ তোরা তাই খাবি,
পরের বার তোরা ঠিক হাতি হয়ে জন্মাবি।
দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে,
সাথে নিয়ে সেলফি তুলবে,
গণমাধ্যম চিবিয়ে খাবে-
নামী পত্রিকার হেডলাইন হবি,
শুধু পরের বার তোরা ঠিক হাতি হয়ে জন্মাবি।
দুই দেশেতে চুক্তি হবে,
কে পাবে তোদের তর্ক হবে,
কোটি টাকা তোদের দাম হবে,
দুঃখ কষ্ট আর না পাবি, হয়ে যাবি বিন্দাস্,
শুধু ঠিক পরের বার তোরা হাতি হয়ে জন্মাস্।।।।।
.
(ভারতের হাতি ও এ দেশের বন্যাদুর্গত মানুষ সম্পর্কিত কবিতা)
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৮
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০
আরিয়ান রাকিব বলেছেন: দারুন লিখেছেন ভাই।