![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আর আসবে না, কোনদিন আসবে না,
একটা দিন গেলে রাতের পর আরেকটা দিন আসে,
সে দিনের ও ভোর হয়,
রাতে অমাবস্যা এসেছে, হয়তো সেটাও চলে গিয়ে পূর্ণিমা আসবে,
তবু সে আসবে না, কোনদিন আসবে না।
সে আসার নয়, কিছু জিনিশ আর আসে না,
বেলা শেষে সবকিছু তার দিক পাল্টায়-
আবার নতুন করে শুরু হয়, নতুন কোন সময় আসে,
নতুন কোন শালিক শিষ দেয় ধান ক্ষেতে,
নতুন কোন পাখি বন্দী হয় খাঁচায়,
বাগান ফিরে পায় তার ফুল, বৃক্ষ ফিরে পায় তার পাতা,
কিন্তু যার আসার কথা ছিল সে আর আসবে না,
কিছু জিনিশ আসতে জানে না, কেউ কেউ আর আসে না।
ইতিহাস চলে যায় আবার ইতিহাস তৈরি হয়,
প্রকৃতি পুনরাবৃত্তি করে, আকাশের নীল কালো হয়ে আবার নীল হয়,
ঋতু চলে যায় আবার ঋতু আসে, আজ না হোক কাল আসে,
কিন্তু কেউ কেউ আর আসে না, কেউ কেউ ভুলে যায় পুনরাবৃত্তি,
কেউ কোনদিন বুঝে না তার ফিরে যাওয়া কর্তব্য,
হয়তো বুঝে তবুও ফিরে আসে না, কেউ কেউ চলে গেলে আর আসে না-
সে আর আসবে না, কোনদিন আসবে না।
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬
হাবিব শুভ বলেছেন: কোনদিন আসবে না
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৩
অরুনি মায়া অনু বলেছেন: হুম শুধুই কষ্ট, সে আর আসবেনা