![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকালকার দিনে প্রাইভেট টিউটর একটা কমন ওয়ার্ড। গার্জিয়ানরা মনে করেন জনে জনে প্রাইভেট টিউটর রেখে দিয়ে উনাদের দায়িত্ব শেষ। তারপর উনারা ইচ্ছামত সিরিয়াল দেখেন। সন্তান স্কুল থেকে কি পড়ে আসলো বা প্রাইভেট টিউটর কি পড়া দিলো তা আর তত্ত্বাবধান করার কোন প্রয়োজন মনে করেন না। একটা কে.জি স্কুলের নার্সারির ছাত্র দের বাংলার সাথে ইংলিশ কবিতাও মুখস্ত করতে হয়। স্কুলের টিচার্সরা এগুলো শুধু পড়া ডাইরিতে লিখে দেয় বাকি সব দায় ভার পরে বাসার প্রাইভেট টিউটরের উপর। একটা ভাল স্কুল/ কলেজ বা প্রাইভেটের এক ঘণ্টা একটা ছাত্রের জীবন বদলাতে পারবে না যদি না তার গার্জিয়ান সচেতন না হয়। তাছাড়া বাসায় গিয়ে পড়াতে গেলে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে যদি ক্লাস সিক্স/ সেভেন বা নাইন/টেনের একটা ছাত্র কে পড়াতে গেলে যদি ঐ ছাত্রের/ছাত্রির কোন ছোট ভাই/বোন প্রাইমারীতে পড়ে তাহলে শর্ত থাকবে যে ঐ দুজনকেই একসাথে পড়াতে হবে। একজন মধ্যবিত্ত ঘরের ছেলে কোন অন্য উপায় না পেয়ে অনেকটা চাপে পরে শর্তে রাজি হয়ে যায়। এটা একধরণের ব্লেকমিল করার সামিল। একটা নার্সারির স্টুডেন্ট কে ইংলিশ বা বাংলা কবিতা মুখস্ত করানোর মত শিক্ষক জীবনে কঠিন কাজ আর নেই। ছোট বাচ্ছাটার সাথে তোমাকে নিত্য নতুন কবিতা জোড়ে জোড়ে মুখস্ত করতে হবে।
তুমি বলবে Little star little moon..
বাচ্ছাটি বলবে bittle ister bittle soon...
তারপর তুমি আবার জপতে থাকবে যতক্ষণ পর্যন্ত শিশুটি পড়া না শিখছে। শিশুটির সাথে তোমাকেউ শিশু হতে হবে। তারপর শিশুটিকে পড়া দিলে রাতে এটা প্রেকটিস করার জন্য। শিশুটি নিশ্চয়ই নিজে নিজে শিখতে পারবে না। অবশ্যই গার্জিয়ান লাগবে। কিন্তু অনেক গার্জিয়ান সন্ধ্যার পর "স্টার প্লাস" আর "জি বাংলার" সিরিয়াল দেখতে ব্যস্ত। অনেক সময় শিশুটিকে নিয়েই সিরিয়াল দেখতে বসেন(এটা প্রমাণিত)। আর শিশু বয়স থেকেই ছেলে-মেয়েরা ঝোঁকে পড়ে সিরিয়ালের দিকে বা অন্যদিকে।সেজন্য স্কুল আর প্রাইভেট টিউটরের কোন পড়াই শিশুটি শিখলো না।
অনুরূপভাবে একটু বড় ছেলে-মেয়ের ব্যাপারেও মা-বাবা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিফারেন্ট থাকেন।
আজকে এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। প্রতিবারের মতো এবারও অনেকের রেজাল্ট খারাপ হবে আর গার্জিয়ানদের নিকট থেকে একতরফা দোষ পড়বে যার রেজাল্ট খারাপ হয়েছে তার উপর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার বর্তমান অবস্থা, কোচিং সেন্টার,আর প্রাইভেট টিচারের উপর।
কি মনে হয় এই অবস্থার জন্য কি গার্জিয়ানদের কি কোন ত্রুটি ছিল না?? অবশ্যই ছিল।
আমার মনে হয়, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিৎ যেখানে গার্জিয়ানদের আগে সুশিক্ষিত করা হবে ছেলে/মেয়েদের ব্যাপারে। কারণ ভাল ফলন হতে হলে অবশ্যই জমিতে সেচ দিতে হবে।
©somewhere in net ltd.