![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস.এম.এস এর পর এস.এম.এস,
ইনবক্স ভর্তি ম্যাসেজ-
আই.লাভ.ইউ এর কম্পিটিশন,
আজ বলছি এক ওল্ড হিস্ট্রি , কেন্দ্র লাভ ষ্টেশন।
টিকিট ছিল না গাড়ির, গেইট ছিল ওপেন ডোর,
স্টার্ট দিলে গাড়িটি চলতো রাত-ভোর।
আমি ছিলাম ড্রাইভার যার একজন ছিল প্যাসেঞ্জার,
ঘুরতাম তাকে নিয়ে ভুলে অল ডেঞ্জার।
এভাবেই কাটছিল দিন, তারপর মাস পেরিয়ে সাল,
রেড সিগন্যাল বলে ছিল না কিছু, ছিল সব ই গ্রিন সিগন্যাল।
লাভিং, চার্মিং ছিল ওর মন জ্যোৎস্নার মতো ব্লু,
আলটাইম থাকতো জুলিও মুডে পেতাম না তার ক্লু।
হঠাৎ লাগলো দাবানল, বুঝলাম না তার মিনিং,
চোখের পলকে সব হয়ে গেলো বার্নিং।
থেমে গেলো গাড়ি আর ইঞ্জিনের পাওয়ার,
জংশনে আটকে থাকলো গাড়ি আওয়ারের পর আওয়ার।
পিছন ফিরে দেখি নেই সেই প্যাসেঞ্জার,
আমি ড্রাইভার রইলাম পড়ে থেকে ইন ডেঞ্জার।
আজও আমি করছি ট্রায়িং ইঞ্জিন টা সারাতে,
আজও করি প্রেয়িং রোজ তাকে নিয়ে বেড়াতে।
মন মন খেলে যে সে হলো খুব হেপি,
তবু সে হয়ে আছে আমার লাইফের ভি.আই.পি।
আজও আমি করছি ওয়েটিং থেমে যাওয়া ষ্টেশনে,
যদি হঠাৎ তাকিয়ে দেখি গোলাপি এখন ট্রেনে।
১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৩
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ পুরাতন সব কিছুই আলাদা
২| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই।
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৪
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৫
কানিজ রিনা বলেছেন: প্রথমেই ধন্যবাদ, ভালই লাগল মানুষ যতই নতুন
বাড়ি বানাক পুরান বাড়ির স্মৃতিই আলাদা।