নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

"প্রেম মানে"

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

প্রেম মানে পেইন লওয়া, এক্সট্রা ভাবাভাবি,
প্রেম মানে লুতুপুতু সব স্বপ্ন হাবিজাবি।
প্রেম মানে ঘুরতে যাওয়া, মুখে পাউডার, মেকআপ,
প্রেম মানে ডাক্তার ছাড়া আরেকজনের চেক আপ।
প্রেম মানে নিউ হেয়ার কাট, মুখে স্টাইলিশ দাঁড়ি,
প্রেম মানে টাকার জন্য ঘরেতে মারামারি।
প্রেম মানে ফুচকা খাওয়া, বিল বয়ফ্রেন্ডের,
প্রেম মানে খুঁজা গিফট, স্পেশিয়াল ব্রান্ডের।
প্রেম মানে মোবাইল স্ক্রিনে সারাদিন টিপাটিপি,
প্রেম মানে ইনবক্সে গিয়ে বারবার দেখাদেখি।
প্রেম মানে রুম শেয়ারিংএ নো মানামানি,
প্রেম মানে রাতের বেলা ফোনে কানাকানি।
প্রেম মানে জ্যোৎস্না, বৃষ্টি অকারণে ভালোলাগা,
প্রেম মানে কাউকে ভেবে অযতা রাত জাগা।
প্রেম মানে চোখের কোণে একট-আধটু জল,
প্রেম মানে কষ্টের মাঝেউ ভালোথাকার ছল।
প্রেম মানে ঝগড়াঝাঁটি, মান-অভিমান,
প্রেম মানে দূরে থেকেউ এক আত্মার প্রাণ।
প্রেম মানে হাত বাড়িয়ে কাউকে কাছে পাওয়া,
প্রেম মানে কাছে পেয়েউ আবার হারিয়ে যাওয়া।
প্রেম মানে কাউকে ছাড়া হারিয়ে যাওয়া শ্বাস,
প্রেম মানে অবশেষে নিজের গলায় ফাঁস।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

শেয়াল বলেছেন: আর নাই ? #:-S

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২০

হাবিব শুভ বলেছেন: আছে ভাই।। সব কি আর বলা সম্ভব :P

২| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: হাবিব শুভ,




প্রেম মানেই প্রতারনা.....

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩

হাবিব শুভ বলেছেন: "প্রেম মানে চোখের কোণে একটু-আধটু জল,
প্রেম মানে কষ্টের মাঝেউ ভাল থাকার ছল"।
এই লাইন দুটো দেখুন ভাই। এই লাইন গুলো দ্বারা প্রতারণা করার জন্য কষ্ট বুঝিয়েছি।।
আর শেষে ত বলাই আছে, প্রেম মানে নিজের গলায় ফাঁস। মানে প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা বুঝিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.