![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজ যাবো তাই রাস্তায় কলেজ বাসের জন্য ওয়েট করছিলাম কিন্তু বাস কিছুতেই আসছিল না। তাই রুচি চানাচুর খেয়ে দেখিয়ে দেখিয়ে মনে মনে গাইতে লাগলাম "ওয়েটিং ওয়েটিং করে আর থাকবো কতক্ষণ?? " কিন্তু কেউ রুচি চানাচুর দেখে লিফট দিলো না। গাড়িটাও এলো না। রুচি চানাচুরের বিজ্ঞাপন টা ব্যর্থ গেলো। ওয়েটিং সহ্য করতে না পেরে সময় পার করার জন্য বাল্যকালের সেই সাদাকালো টিভির যুগ থেকে এখনকার রঙ্গিন টিভির যুগ অবধি যে বিজ্ঞাপন দেখে দেখে আসছি সেটা হলো প্রাণ ডালের অমর বাণী "প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার"। আমি দোকান থেকে এক পেকেট প্রাণ ডাল কিনে খেলাম। কিছুক্ষণ পর দেখি পেকেট শেষ। কিন্তু ঘড়ির দিকে চেয়ে দেখি সময়ের কোন পরিবর্তন নাই। মনে মনে বললাম, কোন ব্যাপার না আরেক পেকেট খাবো তাহলেই এই অমর স্লোগান খানা সত্য হবে। এক পেকেট দিয়ে ত আর কোন কিছু বিচার করা যায় না। আমি আবার আরেক পেকেট কিনে খেলাম কিন্তু একই অবস্থা পেকেট শেষ কিন্তু সময় আর যায় না। আমি একটার পর একটা খেয়েই যাচ্ছি আর একটার পর একটা পেকেট শেষ হয়েই যাচ্ছে। কিন্তু সময়ের কোন পরিবর্তন নাই। খুব বিরক্ত হলাম আর বুঝলাম, ওসব ফালতু বিজ্ঞাপন। সময় পার হওয়ার কথা বলে মুঠো মুঠো করে টাকা নষ্ট করার যুক্তি। অনেকক্ষণ পর আবার ঘড়ির দিকে তাকালাম কিন্তু আমি টাস্কি খেয়ে গেলাম। সময়ের কোন পরিবর্তন নেই। তারপর পকেট থেকে মোবাইল বের করে টাইম দেখলাম.. ওমা এত ১ ঘণ্টার উপরে হয়ে গেছে। মূলত আমার ঘড়িটা নষ্ট। ব্যাটারি চলে গেছে তাই অফ হয়ে গেছে।
কিছুক্ষণ পর বন্ধু একটাকে ফোন দিলাম বন্ধু আমার ঘুমঘুম চোখে ফোন পিক আপ করলো।
আমি বললাম, তুই এখনো ঘুমে?? কলেজ যাবি না??
বন্ধু বললো, আজ ত শুক্রবার। কিসের কলেজ??
আমি বললাম, কিছুনা।।
অবশেষেঃ- আমি বাধ্য ছেলে তাই চুপচাপ বাড়ি ফিরে যাচ্ছি। মনে মনে মেনেই নিলাম "অনলি বাঁশ ইজ রিয়েল" :-(
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭
হাবিব শুভ বলেছেন:
২| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাঁশ কোনটা রিয়েল???আইক্কাওয়ালা নাকি আইক্কা ছাড়া?????
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০০
হাবিব শুভ বলেছেন: আইক্কা ওয়ালা
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৩
জুবায়ের সোহেল বলেছেন: Yes Only bash is real