|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি নিস্ব হয়েছি....
আরও নিস্ব হয়ে যাই,
তোমার স্মৃতি দেখেও যখন কষ্টে মুখ ফেরাই।
আমি ব্যথা পেয়েছি.....
আরও তখন ব্যথা পাই,
তোমায় দেখেও যখন না দেখার ভান করে যাই।
আমি সহেছি ব্যথা......
ভুলেছি তোমার কথা........
নিরবে কেঁদেছি একা............
কষ্টের নীল ঘরে শুধুই তোমার স্মৃতির পোকা।
তুমি সরে যাও দূরে, যত পারো দূরে,
আমি ছোঁবো না তোমায়, যদিও ইচ্ছে করে।
আকাশ দেখুক আজ, সে কি বাজায় বাজ,
তার চেয়ে বেশি এই বুকে যন্ত্রণা করছে রাজ।
আমি হেঁটে এসেছি.......
অনেকটা পথ পারি দিয়েছি.......
তুমি ছাড়াও আজ আমি নিজেকে ভাবতে পেরেছি।
তোমার সেই ছোট্ট উপহার....
আমার পথের দুয়ার....
তুমি জানো কি আজো এই মনে কষ্টের কত টা জোয়ার??
প্রশ্ন করবো না আমি.....
শুধু ভাল থেকো তুমি........
শুধু জানবো কারো সুখের জন্য হয়েছি বলি আমি।
অদেখার গান আমি গাইতে শিখে গেছি,
নির্বাক হয়ে থাকাটাও আজ পারছি...
তুমি দেখো নি....আমায় আজ দেখনি..
আমার এমন চলা বাঁচা তুমি জানোনি।
আমি নিস্ব হয়েছি.....
আমি ব্যথা পেয়েছি......
আমি নিরবে কেঁদেছি.......
আমি বুঝেছি তুমি ফিরবেনা......
ফিরবে হয়তো তখন আমি থাকবো না....
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ৩১ শে আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৭:৪১
৩১ শে আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৭:৪১
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ 
২|  ৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৮:৫৮
৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৮:৫৮
fa siam বলেছেন: দারুন
  ৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৯:২৩
৩১ শে আগস্ট, ২০১৬  রাত ৯:২৩
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৮
৩১ শে আগস্ট, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৮
মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: ভাল লেগেছে....