নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

" আলাপন "

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২

'মধুমিতা জানো?? এই থেঁতলে পড়া প্রেমের করুণ পরিণতি আমাদের কোথায় নিয়ে যাতে পাড়ে??
দুজনের হাত ধরাধরি, কাঁধে রাখা মাথা,
কিংবা কোমরের ভাজে মাঝে মাঝে চিমটি কাটা,
আজকের পর থেকে এত দুষ্টুমি, এত পাগলামি সব কোথায় গিয়ে ঠেকতে পাড়ে??'
'আমি জানি না অনিরুদ্ধ। সব ফুলের কলি কি ভোরের আলোয় ফোটে পূর্ণ শরীর পায়?? পায় না। কিছু ফুল ফোটার আগেই ঝরে পড়ে।
আচ্ছা অনিরুদ্ধ তুমি কি কখনো মেঘ আর বৃষ্টি কে খুব কাছ থেকে দেখছ??
কেমন করে মেঘ তার বুকে বৃষ্টিকে আঁকড়ে ধরে জীবন ধারণ করে,
কিন্তু শেষমেশ আর ধরে রাখতে পাড়ে না। এটাই হয়তো নিয়ম।
অনিরুদ্ধ আমাদের জীবন ও ধরে নাও সেরকম।ধরে রাখার ব্যর্থ চেষ্টা কিন্ত ধরে রাখা হল না। এটাই হয়তো বিধাতার লিখন।'
'তাহলে কি কোন এক অজানা বিষণ্ণতার আঁধারে তুমি আর আমি হারিয়ে যাবো অতলে মধুমিতা??'
'কি করবো অনিরুদ্ধ, আমি যে বাঁধা। দুহাত, দুপা এক কড়া শাসনের শিকলে আবদ্ধ।'
'মধুমিতা এই শিকল ভাঙ্গা ই ভালবাসা।'
'না অনিরুদ্ধ। যে শিকল মনে পড়িয়ে দেওয়া হয় সে শিকল ভাঙ্গার নয়।'
'মধুমিতা সব ঠিক হয়ে যাবো। আমার দুচোখে একবার চোখ রাখো। দেখ মধুমিতা কিছু কি বুঝতে পাড়ছ??'
'অনিরুদ্ধ যে চোখে একবার চেয়ে আমার সর্বনাশ হয়েছে সে চোখে আমায় আর তাকাতে বলো না। এবার তাকালে আর সর্বনাশ হবে না। হবে আমার মৃত্যু।'
'মধুমিতা.........মধুমিতা..........'
'না অনিরুদ্ধ আমায় আজ আর আটকিয় না। বিদায় দাও অনিরুদ্ধ। যে বিদায়ে আবেগ থাকবে না।'
'যেখানে আবেগের তীর বিদ্ধ হয় না সেখানে আবেগের তীর ছুড়া মিছে প্রয়াস ছাড়া আর কি হতে পাড়ে মধুমিতা??'
'যাচ্ছি অনিরুদ্ধ। অপেক্ষায় থেকো না। আমি আর ফিরবো না।'
'যাবার আগে বলে যাও মধুমিতা এতদিনের সব কি মিথ্যে ছিল তাহলে??
বলে যাও মধুমিতা। উত্তর না দিয়ে যেও না।'
'পিছু ডেকে জেদ ধরো না অনিরুদ্ধ। এর উত্তর নেই।। যাচ্ছি। ভাল থেকো......।।।'

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

ভালো লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪১

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.